বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর, ২০১৬, ০৬:৪৪:১৭

রণবীর সিংকে নিয়ে কী বললেন দীপিকার বাবা?

রণবীর সিংকে নিয়ে কী বললেন দীপিকার বাবা?

বিনোদন ডেস্ক : ‘‌কফি উইথ করণ’‌–এ রণবীর কাপুর আর রণবীর সিংয়ের পর্ব নিয়ে আলোচনা থামছেই না। তাদের প্রকাশ্যে করা মন্তব্য নিয়ে জল্পনা তুঙ্গে। দীপিকা পাড়ুকোনকে নিয়ের করণের শো–তে বেশ খোলা মেলা উত্তর দিয়েছেন রণবীর সিং। র‌্যাপিড ফায়ার রাউন্ডে দীপিকাকে বিবাহযোগ্যা বলে দাবি করেন রণবীর। আর সেই নিয়েই হই চই।

রণবীর কি তবে এই ভাবেই নিজের মনের কথাটা প্রকাশ করলেন?‌ দীপিকা এখনও এ নিয়ে কিছু বলেননি। তিনি ব্যস্ত!‌ কিন্তু রণবীরের মন্তব্য নিয়ে মুখ খুলেছেন দীপিকার বাবা। ভারতের সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় মোটেই রাগেননি। প্রকাশ পাড়ুকোণের বক্তব্য দীপিকার সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন। তার ইচ্ছে হলে তিনি বিয়ে করতেই পারেন।

এবং নিজের পছন্দের পাত্রকেই করতে পারেন। ড্যাডি কুলের তরফ থেকে তবে কি গ্রিন সিগন্যাল পেলেন প্রেমিক রণবীর সিং?‌ এই প্রশ্নের উত্তর একমাত্র দীপিকাই দিতে পারেন। কেননা শেষ পর্যন্ত ব্যস্ত নায়িকার দিকেই এখন তাকিয়ে থাকতে হবে। কতদিনে রণবীরের সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা দীপিকা ঘোষণা করেন। ‌‌ আজকাল

১ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে