বিনোদন ডেস্ক : ভারতে ১২শ’রও বেশি ছবিতে অভিনয় করেছেন এরকম একজন অভিনেত্রী মারা গেছেন। মাত্র ১২ বছর বয়স থেকেই অভিনয় শুরু করেছিলেন আর পর্দায় টিকে ছিলেন প্রায় ৬০ বছর।
দক্ষিণ ভারতে অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত এই অভিনেত্রী। তার নাম গোপীশান্তা। তবে পর্দায় তার যে নাম সে নামেই তিনি অনেক বেশি পরিচিতি লাভ করেন। পর্দায় তার নাম ছিল মনোরমা। খবর বিবিসি।
খবরে বলা হয়, তামিলনাডুর রাজধানী চেন্নাই শহরে হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭৮।
তিনি ছিলেন অত্যন্ত নিপুণ অভিনেত্রী- একাধারে কমেডিয়ান, শিল্পী এবং মঞ্চ অভিনেত্রী।
মূলত তিনি তামিল সিনেমাতেই বেশি অভিনয় করেছেন। তবে দক্ষিণ ভারতের অন্যান্য ভাষা ও হিন্দি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন।
প্রায় ছয় দশক সময়কাল ধরে তিনি অভিনয় করেছেন।
মনোরমা দক্ষিণ ভারতে সিনেমার প্রতীক হয়ে উঠেছিলেন।
চেন্নাই থেকে সাংবাদিক সম্পথ কুমার বলেছেন, ‘তিনি একজন কিংবদন্তীসম অভিনেত্রী। যেকোনো চরিত্রে তিনি অভিনয় করতে পারতেন। তামিল ভাষার বিভিন্ন আঞ্চলিক উচ্চারণে তিনি অত্যন্ত নিখুঁতভাবে কথা বলতে পারতেন’।
শুরুর দিকে তিনি একজন কমেডিয়ান হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। কিন্তু পরে তিনি পরিণত হন একজন চরিত্র-অভিনেত্রীতে।
মনোরমা একসময় নিজেই বলেছিলেন, ‘সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে হাসানো। তবে তাদেরকে কাঁদানো খুব সহজ কাজ নয়’।
মাত্র ১২ বছর বয়সে তিনি তার অভিনয় জীবন শুরু করেছিলেন।
কোনো নারী অভিনেত্রীর এতো সময়কাল ধরে পর্দায় টিকে থাকা খুবই বিরল ঘটনা।
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/