বিনোদন ডেস্ক: একসময় বড়রা ছোটদের শাসন করার সময় বলতেন, সিনেমা দেখার ফলেই নাকি রেজাল্ট এত খারাপ হচ্ছে৷ আর এখন বাস্তব ছবিটা একেবারেই তার বিপরীত৷
সিনেমা যেন ক্রমশই অজানা অনেক দুয়ার খুলে দেয়৷ অজানাকে জানতে সাহায্য করে, এগিয়ে নিয়ে যায় শিক্ষার ক্ষেত্রেও৷ এমনকি পরিচালক থেকে অভিনেতাদের আজকাল স্কুল-কলেজ-ইউনিভার্সিটিতে লেকচার দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে৷
এই যেমন শাহরুখের কথাই ধরুন৷ অক্সফোর্ড ইউনিভার্সিটি লেকচার দেওয়ার জন্য তাঁকে ট্যুইটারে আমন্ত্রণ জানিয়েছেন, সেখানের প্রিন্সিপাল অ্যালেন রাসব্রিজর৷ তবে বাদশাহ এই আমন্ত্রণে সাড়া দেবেন কিনা, তা তো সময়ই বলবে৷-কলকাতা২৪
০১- ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস