বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর, ২০১৬, ১১:৪২:৫৬

একেবারেই আধুনিক, মহিলা দেবদাস

একেবারেই আধুনিক, মহিলা দেবদাস

বিনোদন ডেস্ক: সিনেমার পর্দায় দেবদাস তো অনেকবার দেখেছেন৷ দেবদাসের ভূমিকাতেও ধরা দিয়েছেন বিভিন্ন সময়ে বিভিন্ন তারকা৷ তবে এবার টেলি-কুইন একতা কাপুর উপহার দিতে চলেছেন দেবদাসের ফিমেল ভার্সন৷

ডিজিট্যাল সিরিজে, দেব ডিডি নামেই এই মডার্ন ক্যারেক্টারকে দেখা যাবে৷ যার চরিত্রে রয়েছে দেবদাসের ছায়া৷ তবে একেবারেই আধুনিক ছাঁচে৷

এর আগে এমন উদ্যোগের কথা ভাবা হয়নি৷ এই কাজে একতাকে সাহায্য করবেন পরিচালক কেন ঘোষ৷ এই টেলি সিরিজে আধুনিক মর্ডান ভার্সানের মহিলা দেবদাসকে দেখা যাবে৷ আর এই দেবদাস এর চরিত্রে অভিনয় করবেন দেবিকা৷

এই চরিত্রে দেবিকা, চরিত্রের জীবনের ওঠা-পড়া, ভালোবাসা-ভালোলাগা, সম্পর্কের টানা পোড়েন সবকিছুই নিপুণভাবে তুলে ধরা হবে৷

এমনকি এও জানা গিয়েছে, এই টেলি সিরিয়ালটি দেখা যাবে বালাজির অ্যাপেও৷ এই অ্যাপটি ২০১৭ সালে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে৷-কলকাতা২৪
০১- ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে