বিনোদন ডেস্ক: প্রচারিত হচ্ছে রবির নতুন বিজ্ঞাপন ‘মধু হই হই বিষ হাওয়াইলা’। বিজ্ঞাপনের গল্পটা খুদে শিল্পী জাহিদের জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনারই অংশ। এর পেছনের গল্প।
দামি পোশাক পরে আয়নার সামনে মেকআপ নিচ্ছে এক ছেলে। ঘাড় ফিরিয়ে মুচকি হাসি দিতেই হঠাৎ ফ্লাশব্যাকে ফিরে যায় সে। সমুদ্রসৈকতে মলিন পোশাকে একজনকে গান শোনানোর আবদার করতে দেখা যায় তাকে। গান শুরু করতেই সেই ব্যক্তি গানের তালে গিটার বাজাতে শুরু করে। পাশে বসা বন্ধু দৃশ্যটা ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। অফিসে, খেলার মাঠে, রেস্টুরেন্টে সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে গানটি। এমনকি ব্যান্ড দলও গানটা গাইতে শুরু করে। সবাই ছেলেটিকে নিয়ে সেলফি ওঠাতে শুরু করে। দেশ-বিদেশে তার গানের জনপ্রিয়তা বাড়তে থাকে। রবির নতুন এই বিজ্ঞাপনের গিটার বাজানো ছেলেটির নাম ইমরান এবং গান গাওয়া ছেলেটি মো. জাহিদ।
বাস্তবতা থেকে গল্প
বিজ্ঞাপনে দেখানো গল্প জাহিদ ও ইমরানের জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। অন্যান্য দিনের মতোই জাহিদ কক্সবাজারের সমুদ্রসৈকতে ইমরান নামের এক যুবককে ‘মধু হই হই’ গানটি গেয়ে শোনায়। জাহিদের গানটা ভালো লাগে ইমরানের। ভালোলাগা শেয়ার করতেই ফেসবুকে আপ করে। এর পরই ভিডিওটি লাখো লাইক, কমেন্টস ও শেয়ার শুরু হয়। এক মাস পরে ইমরান তাকে ঢাকায় নিয়ে এসে রেডিওতে গান গাওয়ার সুযোগ করে দেয়। এভাবে জাহিদের জনপ্রিয়তা বাড়তে থাকায় রবি তাদের নিয়ে বিজ্ঞাপন নির্মাণের সিদ্ধান্ত নেয়।
কপিরাইটার যা বললেন
বিজ্ঞাপনটির স্ক্রিপ্ট লিখেছেন অ্যাডকম এজেন্সির এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তৌফিক মাহমুদ। তিনি বলেন, ‘পুরো গল্পটাই বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত। আমি সেটাকে স্ক্রিপ্টে রূপান্তর করেছি। আমরা তাদেরই মডেল হিসেবে ব্যবহার করেছি যাতে বিজ্ঞাপনটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে।’
চট্টগ্রামের লোকসংগীত
‘মধু হই হই বিষ হাওয়াইলা’ শিরোনামের গানটি চট্টগ্রামের একটি জনপ্রিয় লোকসংগীত। জাহিদ মোবাইল ও চায়ের দোকানে টিভিতে শুনে শুনে গাইতে শিখেছে। তিন বছর ধরে নিজে নিজে গান শিখেছে সে। এরপর থেকেই কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের গান শোনায়। গানের কথা—
মধু হই হই বিষ হাওয়াইলা
হন হারণে ভালোবাসার দাম ন দিলা
হন দোষখান পায় ভালোবাসার দাম ন দিলা।
আশায় আছিল তোয়ারে লই বান্ধুইম একখান সুখেরই ঘর
সুখের বদল দুক্ক দিলা
হন কারণে ভালোবাসার দাম ন দিলা।
হন দোষখান পায় ভালোবাসার দাম ন দিলা।
প্রেম নদীতে অইনর টানর আঁরে কেন ফেলাই গেলা?
এন হরি ক্যান ভুল বুঝিলা?
হন কারণে ভালোবাসার দাম ন দিলা।
হন দোষখান পায় ভালোবাসার দাম ন দিলা।
মঠের ছেলেরা
বিজ্ঞাপনে দেখা বৌদ্ধ ছেলেগুলো কক্সবাজারের একটি মঠের। নির্মাতা সাকিব ফাহাদ বলেন, ‘কক্সবাজারে বৌদ্ধদের থাকার জন্য একটি মঠ আছে। সেখান থেকে আমরা কোনো রকম নির্বাচন প্রক্রিয়া ছাড়াই তিনজন কম বয়সী ছেলেকে বেছে নিই। ভিডিওটি বাংলাদেশের সবার কাছে সমানভাবে জনপ্রিয়তা পাচ্ছে এমনটা দেখাতেই এই আয়োজন করা হয়।’
বিদেশি দৃশ্য
সাকিব ফাহাদ বলেন, ‘জাহিদের ভিডিওটা দেশ ছাড়িয়ে বিদেশেও মানুষ দেখছে। এর জন্য বিদেশি লোকেশনে শুটিং করা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে বিদেশি মানুষ পেলেও বাইরের লোকেশন পাব কই? আমাদের দুই বন্ধু অস্ট্রেলিয়ায় তাদের কয়েকজন বন্ধুকে দিয়ে একটি হোটেলে কিছু দৃশ্য শুট করে পাঠিয়ে দেয়। সেটাই ব্যবহার করেছি বিজ্ঞাপনে।’
কেমন আছে জাহিদ
বিজ্ঞাপনে মডেল হওয়ার পর জীবন বদলে গেছে জাহিদের। এখন আর তাকে সমুদ্রসৈকতে ঘুরে ঘুরে পর্যটকদের গান শোনানোর আবদার করতে হয় না। সংসারে যে অর্থসংকট ছিল তাও এখন নেই।
কক্সবাজারের সাইমন হোটেলের অতিথিদের সন্ধ্যায় গান শোনায়। এই হোটেল কর্তৃপক্ষ জাহিদের পড়াশোনাসহ তার মায়ের সব দায়িত্ব নিয়েছে। কলাতলী সৈকত প্রাইমারি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে জাহিদ। একজন বড় শিল্পী হওয়ার স্বপ্ন দেখে সে।
শুটিং ও লোকেশন
এক মিনিটের বিজ্ঞাপনটির দৃশ্য ধারণ করা হয়েছে কক্সবাজার ও ঢাকার কয়েকটি লোকেশনে। বিজ্ঞাপনে দেখা রেস্টুরেন্ট ও মাঠ ধানমণ্ডিতে এবং স্টেজ ও মেকআপ রুমের দৃশ্য তেজগাঁওয়ের কোক স্টুডিওতে শুটিং করা। অফিসের দৃশ্য বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম এজেন্সির। দৃশ্য ধারণে লেগেছে দুই দিন। সেপ্টেম্বর মাসে শুটিং করা হয় বিজ্ঞাপনটির।-কালেরকন্ঠ
২ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর