শুক্রবার, ০২ ডিসেম্বর, ২০১৬, ০২:২২:০৭

সালমাকে নিয়ে যা বললেন আহমেদ ইমতিয়াজ বুলবুল

সালমাকে নিয়ে যা বললেন আহমেদ ইমতিয়াজ বুলবুল

বিনোদন ডেস্ক : গানের ক্যারিয়ারকে বাঁচিয়ে রাখতে পারিবারিকভাবে দীর্ঘ সাত বছরের সংসার জীবনের ইতি টানার পর জনপ্রিয় সঙ্গীতশিল্পী সালমাকে সার্পোট করছেন তার কাছের সহকর্মীরা। যাদের সঙ্গে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। তেমনি একজন খুব কাছের সহকর্মী বাংলাদেশের খ্যাতিমান গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।

তিনি কঠিন এ পথে সালমাকে সার্পোট দিয়ে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: মা, তুমি আবার মাথা উঁচু করে দাঁড়াও, উঁচু মাথা যেন আর কখনওই নিচু না হয়। জীবনের এই পথ বড় কঠিন, তবু এই পথ ধরেই চলতে হবে বহুদূর।

তোমার চলার সাথী আর কেউ নয়, তোমার কণ্ঠ আর তোমার সুর, আল্লাহ্‌ মালিক। বাবা।

অবশ্য ইমতিয়াজ বুলবুল সালমার সহকর্মীর চেয়েও তাদের  বাবা ও মেয়ের সম্পর্ক অারো মধুর। ক্লোজআপ ওয়ানে সালমার গান শুনে ইমতিয়াজ বুলবুল সামলাকে মেয়ের মতো স্নেহ ও ভালোবাসতেন।
০২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে