বিনোদন ডেস্ক : হিমাচল প্রদেশের ছোট্ট শহরের সাধারণ মেয়ে থেকে আজ বলিউডের প্রথম সারির হিরোইন হয়ে উঠলেন তিনি। এটি কোন পর্দায় অভিনয়ের কথা বলছিনা। কঠোর ত্যাগ আর পরিশ্রমের মধ্যদিয়ে নিজেকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। তিনি বলিউডে বর্তমান সময়ের আলোচিত নায়িকা কঙ্গনা রানাওয়াত। ১০ বছর লড়াইয়ের পর আজ তিনি বলিউডের ‘কুইন’ খেতাব অর্জন করেছেন। অভিনয়ের জন্য সঠিক সুযোগ পাওয়া তো বটেই। ইংরেজি না জানাতেও নাকি এক সময় ইন্ডাস্ট্রিতে পিছিয়ে পড়েছিলেন এই অভিনেত্রী।
শুক্রবার লন্ডনে ‘উওম্যান ইন দ্য ওয়ার্ল্ড সামিট’এ হাজির হয়েছিলেন এ নায়িকা। সেখানে ভারতীয় মেয়েদের নিয়ে ইংরেজিতে বক্তৃতার সময় জানালেন, ক্যারিয়ারের শুরুতে একেবারেই ইংরেজি জানতেন না তিনি। ইংরেজিতে কথা বলতে পারতেন না। তার কথায়, ‘আপনি ইংল্যান্ডে গিয়ে যদি বলেন, ইংরেজি বলতে পারি না। তাও মানুষ বুঝবে। কিন্তু মুম্বাইতে আপনাকেই উল্টে জিজ্ঞেস করা হবে, ইংরেজি না জানলে হিন্দি ছবিতে কি ভাবে অভিনয় করবেন?’ নায়িকার দাবি, প্রথম দিন থেকে নিজেকে একটুও বদলাননি। তাই আজও তার পা মাটিতেই রয়েছে।
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/