বিনোদন ডেস্ক : ভারতে একের পর এক বড় ঘটনা ঘটাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এরপরেও তাকে হারিয়ে দিলেন সানি লিওন। সানি কেবল মোদিকে নয়, হারিয়ে দিয়েছেন বলিউডের তাবর খানদের। ২০১৬ সালের মোস্ট সার্চড সেলিব্রিটির তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছেনিএই বলি অভিনেত্রী।
সম্প্রতি, ইয়াহু সার্চের ভিত্তিতে এই তথ্য প্রকাশিত হয়েছে। ২০১৬ সালে ইয়াহু সার্চের সর্বোচ্চ জনপ্রিয়তা পেয়ে শীর্ষস্থানে রয়েছেন সানি। তার খোঁজেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন মানুষ। সানির পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন কমেডি সার্কাস খ্যাত কপিল শর্মা। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানগুলিতে জায়গা করে নিয়েছেন যথাক্রমে অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং আমির খান।
অন্যদিকে, ২০১৬ সালে নিজের বিয়েকে কেন্দ্র করে বেশ চর্চায় ছিলেন অভিনেত্রী বিপাশা বসুও। সানির পাশাপাশি তিনিও তাই মোস্ট সার্চডদের তালিকায় বেশ উপরের দিকেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন। মহিলাদের তালিকায় তিনি অধিকার করেছেন দ্বিতীয় স্থান। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে দীপিকা এবং ক্যাটরিনা।
২ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি