রবিবার, ০৪ ডিসেম্বর, ২০১৬, ০২:০৭:৪৫

অমিতাভ ও শাহরুখকে টপকে গেলেন কপিল শর্মা!

অমিতাভ ও শাহরুখকে টপকে গেলেন কপিল শর্মা!

বিনোদন ডেস্ক : কমেডি নাইটস ও দ্য কপিল শর্মা শো খ্যাত ভারতীয় কমেডি কিং কপিল শর্মার মুকুটে জমা হলো আরও একটা পালক। ইয়াহু ইন্ডিয়ার বিচারে ২০১৬ সাল ইন্টারেনেটে যে সব ভারতীয় পুরুষদের নাম সবথেকে বেশি সার্চ হয়েছে সেই তালিকার দুই নম্বরে কপিল শর্মা!

পেছনে ফেলেন বিগ বি অমিতাভ বচ্চন কিং খান খ্যাত শাহরুখ খানদের মতো বলিউড তারকাদের। তবে তালিকার শীর্ষস্থানে রয়েছেন বলিউডের ভাইজান সুপারস্টার সালমান খান।

অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের পিছনে ফেলে দিলেন কীভাবে কপিল শর্মা? সমালোচকরা বলছেন, ' কপিলের কমেডি শোয়ের জনপ্রিয়তা দেশের সব জায়গায়। গ্রাম থেকে শহর, সব জায়গার মানুষ দেখেন তার প্রোগ্রাম। সেই জন্যই তো বলিউডের সব তারকার সিনেমার প্রোমোশনে কপিল শর্মার শোয়ে যাওয়াটা মাস্ট!'
৪ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে