রবিবার, ০৪ ডিসেম্বর, ২০১৬, ০১:৫২:১৭

কলকাতার অনুপম রায়ের সঙ্গে বাংলাদেশের বুশরা

কলকাতার অনুপম রায়ের সঙ্গে বাংলাদেশের বুশরা

বিনোদন ডেস্ক : 'দুরবীনে চোখ রাখবো না', 'বেঁচে থাকার গান', ‘জানি দেখা হবে’, ‘এখন অনেক রাত’- এরকম অসংখ্য জনপ্রিয় গানের জনক কলকাতার গায়ক-সংগীত পরিচালক অনুপম রায়। বাংলাদেশেও দারুন জনপ্রিয় তিনি।

তার সঙ্গীতায়োজনে গেয়েছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ার। 'তোমাকে ভালোবেসে' শিরোনামের গানটির মিউজিক ভিডিও ইতিমধ্যে ফেইসবুক ও ইউটিউব চ্যানেলে সাড়া ফেলেছে। বাংলাদেশে গানটির অডিও-ভিডিও প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল লিমিটেড।

শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাওয়া বুশরার মিউজিক ভিডিওটি প্রথম চারদিনেই ৫০ হাজার দর্শক দেখেছেন। শুধু তাই নয়, প্রথম কোনো বাংলাদেশি কণ্ঠশিল্পীর মিউজিক ভিডিও কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সঙ্গীতবাংলা প্রচার করছে। পাশাপাশি প্রথমবারের মতো অনুপম রায় বাংলাদেশী শিল্পীর কথা ও সুরে সংগীত পরিচালনা ও ভিডিওচিত্রে অভিনয় করলেন। মিউজিক ভিডিওটি তৈরি করেছেন কলকাতার ঋক বসু। মডেল হয়েছেন অভিজিৎ ভট্টাচার্য ও দ্বীপশ্বেতা মিত্র।  

‘তোমায় ভালোবেসে’ গানের শিল্পী বুশরা বলেন, “কলকাতার সিনেমায় প্লেব্যাক করার উদ্দেশ সেখানে গিয়েছিলাম। সে সময় শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের একজন উর্ধ্বতন কর্মকর্তা প্লেব্যাক করার আগে একটি মিউজিক ভিডিও এর মাধ্যমে কলকাতার গানের জগতে প্রবেশ করার পরামর্শ দিলেন। তখন অনেকটা নাটকীয়ভাবেই অনুপম দাদার সাথে পরিচয় হয়। এর মধ্য দিয়ে আমার স্বপ্ন বাস্তবে রূপ নিলো। ”

বুশরা আরও বলেন, “অনুপম দাদা অসম্ভব গুনী একজন মানুষ। গান রেকর্ডিং-এর শুরুতে একটু ভয় হচ্ছিলো। কিন্তু দাদা খুব তাড়াতাড়ি তাঁর কথার জাদু দিয়ে আমাকে স্বাভাবিক করে নেন। ”

পেশাগত জীবনে বুশরা শাহরিয়ার একজন স্থপতি। একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতাও করছেন। পাশাপাশি একটি বেসরকারী চ্যানেলে নিয়মিত সংবাদ পাঠ করে থাকেন।

তরুণ শিল্পী বুশরা বলেন, “আমি ভালো থাকার জন্য গান শুনি, আর মানুষকে ভালোলাগার অনুভূতি দেওয়ার জন্য গান শোনাই। তাই যতোদিন দর্শক আমার গান ভালোবাসবেন, আমি গেয়ে যাবো।”

এর আগে বুশরার বাপ্পা মজুমদারের সঙ্গে 'বিজয়ের গান' ও এস আই টুটুলের সঙ্গে গাওয়া 'ভালোবাসি তোমায়' গানগুলোও দর্শকদের কাছে সমাদৃত হয়েছে। বাংলাঢোলের ব্যানারে 'তোমাকে ভালোবসে' শিরোনামে বুশরার গানটি ৪৬৪৬৫ নম্বরে শুনতে পাচ্ছেন রবি ফোন ব্যবহারকারীরা। বাংলাদেশে কয়েকদিন পর ‘তোমাকে ভালোবেসে’ গানের ভিডিওটি প্রকাশ করবে রবি স্ক্রিন।
০৪ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে