রবিবার, ০৪ ডিসেম্বর, ২০১৬, ০৫:২৮:০৮

কে বুকে ওড়না দিল, না দিল তাতে আপনাদের কী : শবনম

কে বুকে ওড়না দিল, না দিল তাতে আপনাদের কী : শবনম

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক। বাংলাদেশসহ বিশ্বে এটা খুবই জনপ্রিয় একটি মাধ্যম। বিশেষ করে অভিনয় জগতের সাথে জড়িত অভিনেতা-অভিনেত্রীদের অন্যতম মাধ্যম এখন ফেসবুক।

তবে অনেকে এই সামাজিক মাধ্যমে বিড়ম্বনার শিকার হন। অনেকেই বাজেভাবে কমেন্ট করেন। বিশেষ করে অভিনেত্রীরা। আর সম্প্রতি এমন বিড়ম্বনার শিকার হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া।
 
গত বৃহস্পতিবার ফেসবুকে তার পোস্ট করা একটি ছবিতে নোংরা মন্তব্য করেন কয়েকজন বখাটে ভক্ত। তবে তার পেজের এডমিন সেইসব কমেন্ট ডিলিট করতে থাকেন।

তবে শবনম ফারিয়া নিজে এসব মন্তব্য ডিলিট করতে নিষেধ করেন। এবং ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে এসব মন্তব্যের কড়া জবাব দেন।
 
সেখানে শবনম ফারিয়া বলেন, ‘কিছুক্ষণ আগে আমার পেজে আমি একটি ছবি পোস্ট করি। তারপর এতে অসংখ্য মন্তব্য পড়ে। কিছু মন্তব্য দেখে আমি খুবই অবাক হয়েছি। আমার অ্যাডমিন দেখলাম এসব মন্তব্য ডিলিট করছে। আমি বললাম প্লিজ, এসব মন্তব্য ডিলিট করবে না। আমি দেখতে চাই মানুষ কতটুকু পর্যন্ত যেতে পারে।’

শবনম ফারিয়া বলতে থাকেন, ‘ভাই, আপনাদের একটা মেয়ে ফুল হাতার কামিজ পরা, সারা শরীর ঢাকার এমন একটি ছবি দেখে যদি কোনো ছেলের (প্রকাশ অযোগ্য শব্দ) তাহলে আপনারা এই ঈমান নিয়ে পুলসিরাত পার করবেন কীভাবে? খুবই ভয়ংকর ব্যাপার। ছেলেদের তো বলাই হয়েছে তোমাদের নজর সংযম করো। একটা মেয়ের দিকে একবারের বেশি সেকেন্ড টাইম তাকাবেন না। আপনাদের ঈমান যদি শক্ত হয় তাহলে আপনারা মডেলদের ফলো করেন কেন? এটা খুবই গুরুতর অপরাধ।’
 
তিনি বলেন, কে বুকে ওড়না দিল, না দিল তাতে আপনাদের কী আসে যায়? আমি আপনার গার্লফ্রেন্ডও না, বউও না, বোনও না। তো আমি কী ছবি দিলাম কী করলাম তাতে আপনাদের এতো মাথা ব্যাথা কেন? আমার বাবা-মা, বোন সবাই তো হজ করা। তাদের তো কোনো সমস্যা নাই।  আপনাদের এতো সমস্যা কেন। আমারও তো অনেক কিছুই ভালো লাগে না। সেগুলো আমি ইগনোর করি। আপনার ভালো না লাগলে আপনিও সেগুলো ইগনোর করুন।'

৪ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে