বিনোদন ডেস্ক: তারকা হওয়া সত্ত্বেও নিজের ব্যক্তিগত জীবনকে সযত্নে সাধারণের চোখের আড়ালে রাখতে চান রণবীর সিংহ। তাঁর মতে, এই গোপনীয়তাকে অন্যের সম্মান করা উচিত। রণবীর বলেছেন, তাঁর গোপন জীবনচর্যা যাতে আর পাঁচজনের আলোচনার বিষয়বস্তু না হয়ে ওঠে, সেজন্য তিনি যথেষ্ট সচেষ্ট। কারণ ব্যক্তিগত জীবন কথাটা অকারণে বলা হয় না।
রণবীর আরও জানিয়েছেন, এমন কিছু আছে, যা তিনি বলতে চান না। সেটা তাঁর ব্যক্তিগত পছন্দ। মানুষের এই অবস্থানকে সম্মান করা উচিত বলে তাঁর বিশ্বাস। ‘কফি উইথ করণ’-এ তাঁর নানা মন্তব্য নিয়ে অকারণ হইচই হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ওই প্রোগ্রাম নেহাত হালকা বিনোদনের কথা মাথায় রেখে তৈরি। ওখানে যা বলা হয়, সবই হালকা চালে, তাই সিরিয়াসলি নেওয়া নিষ্প্রয়োজন।
রণবীর কাপুরের সঙ্গে ‘কফি উইথ করণ’-এ এসে রণবীর সিংহ মন্তব্য করেন, তাঁর বান্ধবী দীপিকা পাড়ুকোন ‘ম্যারেজ মেটিরিয়াল’। তাঁর এই মন্তব্য অনেকেই ভাল চোখে দেখেননি।-এবিপি আনন্দ
০৫ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ