সোমবার, ০৫ ডিসেম্বর, ২০১৬, ০১:৫২:৪৫

আবার শাহরুখ-সালমান মুখোমুখি

আবার শাহরুখ-সালমান মুখোমুখি

বিনোদন ডেস্ক: শাহরুখ খান ও সালমান খান আবার মুখোমুখি। না, কোনো মারামারি করতে হয়। সামনেই রয়েছে একটি চ্যানেলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তারই রিহার্সাল সারলেন শাহরুখ এবং সালমান। ৩ ডিসেম্বর রাতের সেই রিহার্সালে দুই তারকার ভক্তদের বেশ কিছু সাধারণ ঘটনা চোখে পড়েছে। উভয়ের পরনে ছিল কালো টি শার্ট এবং নীল ডেনিম। একটি নাচের দৃশ্যে দু’জনকে দেখা গেল পা মেলাতে।

২০০৯ সালে ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে বচসাকে কেন্দ্র করে বিচ্ছেদ ঘটে করণ–অর্জুনসহ অভিনেতাদের। গত ২০১৪ সালে সালমানের বোন অর্পিতার বিয়েতে আবার তাঁদের সম্পর্কের জোড়া লাগে। এরপর সোশ্যাল মিডিয়ায় দু’জনের একসঙ্গে বাইক চালানোর ছবি প্রকাশিত হয়। একে অপরের ছবির প্রমোশনও করেন যে যাঁর টুইটারে।-আজকাল

০৫ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে