সোমবার, ০৫ ডিসেম্বর, ২০১৬, ০৫:৩০:১৬

ভারতে শুভশ্রীর সঙ্গে বেশ ভালোই সময় কাটাচ্ছেন শাকিব খান

ভারতে শুভশ্রীর সঙ্গে বেশ ভালোই সময় কাটাচ্ছেন শাকিব খান

বিনোদন ডেস্ক: যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করবেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান- এমন খবর বেরিয়েছে বেশ কয়েকবার। তবে এবার সেই খবর সত্যি হচ্ছে।

ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ‘নবাব’ ছবিতে শুভশ্রীর সঙ্গে অভিনেয় করছেন শাকিব খান। ছবিটি প্রযোজনা করছেন জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজ। পরিচালনা করবেন পশ্চিম বাংলার রাজা চন্দ।

যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’ এর ভারতের অংশের শুটিং চলছে এখন। সেই শুটিংয়ে বেশ উপভোগ্য সময় কাটাচ্ছেন শাকিব খান এবং কলকাতার শুভশ্রী।

যৌথ প্রযোজনায় শাকিব-শুভশ্রী দুজনেরই এটি দ্বিতীয় ছবি। শুভশ্রী এর আগে যৌথ প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’-তে কাজ করেন। আর শাকিবের ‘শিকারী’ তো সুপারহিট।

এবার ‘নবাব’ মুভিটিতেও নাকি ভিন্ন একটি লুকে দর্শকের সামনে হাজির হবেন শাকিব। গত মাসে কক্সবাজারে টানা কয়েকদিন শুটিং হয়েছে। ছবির শুটিংয়ে আরো কয়েকদিন ভারতে থাকতে হবে শাকিব খানকে। শাকিবের বিশ্বাস ‘শিকারী’র মত এই ছবিটিও দর্শকরা বেশ পছন্দ করবে।

ভারতে খুব জমজমাট শুটিং করছেন শাকিব-শুভশ্রী। শুটিংয়ের বাইরেও জমিয়ে আড্ডা দিচ্ছেন তারা। শুভশ্রীর অভিনয়েরও ভূয়সী প্রশংসা করেছেন শাকিব। তাছাড়া বন্ধুত্বও জমে গেছে। আর কো-আর্টিস্টেদর মধ্যে সুসম্পর্ক মানে দারুণ অভিনয়। সব মিলিয়ে এই জুটিতে নতুন চমক দেখবেন দর্শকরা।
০৫ ডিসেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে