সোমবার, ০৫ ডিসেম্বর, ২০১৬, ০৫:৪৭:০৭

সুরজের জন্য কেন এমন করলেন সালমান খান?

বিনোদন ডেস্ক : সুরজ পাঞ্চোলির প্রথম পর্দায় দেখা গিয়েছিল ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে মুক্তি প্রাপ্ত ছবি ‘‌হিরো’‌ছবিতে। তারপর থেকে সুরজের কোন ছবি এখন মুক্তি পায়নি। মাঝখান থেকে সুরজের ব্যক্তিগত জীবনে নিয়ে শুরু হয়েছে বির্তক।

অভিনেত্রী জিয়া খানের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে সুরজের বিরুদ্ধে অভিযোগ করেছেন জিয়ার মা।  আদিত্য পাঞ্চলির ছেলে সুরজের অভিনয় আসা সালমান খানের হাত ধরে। সেই সালমানই এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন সুরজের। পরিচালক জগন্নাথ পুরীর আগামী ছবিতে নেওয়ার কথা হয়েছিল সালমান খানকে। কিন্তু সালমানের কাছে কথা পাড়তেই আসল সমস্যা বোঝা যায়।

সালমান জানান, ২০১৭ সালে খুব ব্যস্ত থাকবেন তিনি।। কিন্তু পুরীতো সালমান খানকে সামনে রেখে তার নতুন ছবির স্ক্রীপ্ট লিখেছেন!‌ শেষ পর্যন্ত সালমানই সমাধান দিলেন। পরিচালককে বললেন, সুরজ পাঞ্চোলিকে নিতে। সুরজের হাতে বস্কো মার্টিস পরিচালিত ‘‌সার্কাস’‌ ছবিটি ছিল। কিন্তু পুরী মানতে চাইছেন না। ছবিতে তিনি সালমান খানকেই নিতে চান। কথা দিয়েছেন, আগামী ছবিতে সুরজকে নেবেনই। আজকাল
৫ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি ‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে