সোমবার, ০৫ ডিসেম্বর, ২০১৬, ০৭:৫৩:০৯

চলচ্চিত্রের বর্তমান অবস্থাটা ভালো না: শাকিল খান

চলচ্চিত্রের বর্তমান অবস্থাটা ভালো না: শাকিল খান

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন চলচ্চিত্রের পর্দায় দেখা যাচ্ছে না বেশকিছু জনপ্রিয় ছবির নায়ক শাকিল খানকে। এখন নিজের ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

একসময় দর্শকপ্রিয় সিনেমা উপহার দেয়া শাকিল খান অজানা কারণেই চলচ্চিত্রাঙ্গন থেকে বিদায় নেন। চলচ্চিত্রে আবার ফিরবেন কি না এমন প্রশ্নের জবাবে শাকিল খান বলেন, ‘চলচ্চিত্রে ফেরার ইচ্ছে তো অবশ্যই আছে। চলচ্চিত্রের বর্তমান অবস্থাটা ভালো না। দেখি, একটু ভালো হলে আবার চলচ্চিত্রে কাজ শুরু করব।’

তিনি আরও বলেন, ‘চলচ্চিত্র আমার ভালো লাগার জায়গা। অনেকদিন ধরে চলচ্চিত্রের সঙ্গে নেই। তবে চলচ্চিত্রাঙ্গনের সকল খবরই আমার জানা। নিয়মিত খোঁজ খবর রাখি।’
০৫ ডিসেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে