সোমবার, ০৫ ডিসেম্বর, ২০১৬, ১০:১৯:৩৪

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে করণ জোহরের নতুন সিনেমা

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে করণ জোহরের নতুন সিনেমা

বিনোদন ডেস্ক : বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে ছবি তৈরি করছেন খ্যাতিমান বলিউড পরিচালক করণ জোহর। বিষয়টি করণ তার টুইটার অ্যাকাউন্ট থেকে নিশ্চিত করেছেন।

‘দ্য গাজি অ্যাটাক’ নামের ছবিটিতে অভিনয় করেছেন দক্ষিণী নায়ক রানা ডাগুবাতি ও অভিনেত্রী তাপসী পান্নু। এটি হতে যাচ্ছে ভারতের সর্বপ্রথম আন্ডারওয়াটার ছবি। ছবির প্রায় ৯০ শতাংশ দৃশ্য পানির নিচে। ইতোমধ্যে ছবির শুটিং পর্ব শেষ। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

এ ছবির চিত্রনাট্যে উঠে এসেছে- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সাবমেরিন পিএনএস গাজি রহস্যজনকভাবে ডুবে যায়। বলা হয়ে থাকে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস রাজপুত ও নৌবাহিনীর একটি দল এই অসাধ্য সাধন করে। যার জন্য নৌবাহিনীর বহু অফিসার টানা ১৮ দিন পানির তলায় থেকেছেন।

এমন ঘটনার উপর ভিত্তি করেই করণ জোহর তৈরি করছে ‘দ্য গাজি অ্যাটাক’। এতে নায়ক রানা ডাগুবাতিকে দেখা যাবে নৌ অফিসারের ভূমিকায়।

আগামী ১৭ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে বলে জানা যায়। করণ জোহরের ধর্মা প্রোডাকশন ও দক্ষিণের প্রযোজনা প্রতিষ্ঠান পিভিপি এনাটারটেইনমেন্টের ব্যানারে ছবিটি মুক্তি পাওয়া কথা রয়েছে।

৫ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি ‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে