বুধবার, ০৭ ডিসেম্বর, ২০১৬, ০৭:৫৩:২৯

এই সেলেবদের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছিল মিডিয়ায়

এই সেলেবদের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছিল মিডিয়ায়

বিনোদন ডেস্ক: সম্প্রতি ঐশ্বর্যা রাই বচ্চনের আত্মহত্যার চেষ্টার ভুয়ো খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া। তবে সেলেবদের মৃত্যু নিয়ে এ ধরনের ভুয়ো খবর আগেও বহুবার ভাইরাল হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কে কে রয়েছেন সেই তালিকায়।

অমিতাভ বচ্চন: ২০০৮। খবর ছড়ায় মার্কিন মুলুকে দুর্ঘটনায় মারা গিয়েছেন অমিতাভ বচ্চন। মুম্বইতে কোনও কোনও অংশে বিগ বি-র মরদেহ নিয়ে শোভাযাত্রার প্রস্তুতিও শুরু হয়ে যায়। কিন্তু জানা যায়, গোটা খবরটি ভুয়ো। অমিতাভ গোটা বিষয়টি ইগনোর করেছিলেন।

ক্যাটরিনা কইফ: নভেম্বর, ২০১৩। একটি ফেসবুক পেজে দাবি করা হয়, ক্যাটরিনা কইফ মারা গিয়েছেন। নায়িকার ভক্তরা আকস্মিক এই খবরে ভেঙে পড়েন। কিন্তু ভাইরাল হওয়ার আগেই ওই ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হয় খবরটি ভুয়ো। ভাল আছেন ক্যাটরিনা।

হানি সিংহ: ২০১৪। নাকে-মুখে নল বাঁধা হানি সিংহের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পাশাপাশি ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর ভুয়ো খবরও।

লতা মঙ্গেশকর: লতা মঙ্গেশকরের মৃত্যুর ভুয়ো খবরে এক সময়ে ছেয়ে গিয়েছিল টুইটার। অনেকেই টুইট করে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে থাকেন। খবর পেয়ে হাল ধরেন খোদ লতা। তাঁর সুস্থ থাকার খবর টুইট করেন। পাশাপাশি এই ধরনের গুজবে অনুগামীদের কান না দিতে অনুরোধ করেন।

দিলীপ কুমার: পর পর তিন বার দিলীপ কুমারের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। প্রথম বার খবরটা ছড়ায় হোয়াটস্‌অ্যাপে। দ্বিতীয় বার অসুস্থ অবস্থায় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি থাকাকালীন তাঁর মৃত্যুর খবর ছড়ায়। তৃতীয় বার অর্পিতা খানের বিয়ের ঠিক পরেই ফের দিলীপ কুমারের মৃত্যুর খবর ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। এমনকী অনুরাগীরা তাঁকে শেষ শ্রদ্ধাও জানাতে শুরু করেছিলেন।

রজনীকান্ত: ভাইরাল ইনফেকশন নিয়ে ২০১১-তে হাসপাতালে ভর্তি হন রজনীকান্ত। সে সময় টুইটারে ট্রেন্ডিং হয়ে ওঠে রজনীর মৃত্যুর ভুয়ো খবর। শেষ পর্যন্ত তাঁর স্ত্রী ঘোষণা করেন, ভাল আছেন রজনীকান্ত।

আয়ুষ্মান খুরানা: বছর তিনেক আগে অভিনেতা, গায়ক, ভিডিও জকি আয়ুষ্মান পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। সে সময় তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়ায়। শেষ পর্যন্ত আয়ুষ্মান নিজে ঘোষণা করেন তিনি বেঁচে আছেন, ভাল আছেন।-আনন্দবাজার
০৭ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে