বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়াকে টপকে এশিয়ার সবথেকে ‘সেক্সি’ মহিলার শিরোপা পেলেন দীপিকা পাড়ুকোন। প্রতি বছর এশিয়ার ১০ ‘সেক্সি’ মহিলার একটি তালিকা প্রকাশ করে ব্রিটেনের ইস্টার্ন আই সংবাদপত্র। পাঠকের ভোটের ভিত্তিতে। এই প্রথম সেই তালিকায় জায়গা পেলেন দীপিকা।
দীপিকা বললেন, ‘খবরটা শুনে ভাল লেগেছে। তবে সেক্সি শব্দের অর্থ এক এক জনের কাছে এক এক রকম। নিজের সত্ত্বা নিয়ে আত্মবিশ্বাসী থাকা হল সেক্সি। সরলতা, দুর্বলতাও আমার কাছে সেক্সি।’
প্রিয়াঙ্কা চোপড়া অবশ্য চার বার এই শিরোপা পেয়েছেন। এবার তালিকায় ঢুকে পড়েছেন আলিয়া ভাটও। পঞ্চম স্থানে রয়েছেন তিনি। চতুর্থ স্থানে রয়েছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী দ্রষ্টি ধামি। সপ্তম স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ। অষ্টম স্থানে সোনম কাপুর এবং নবম স্থানে রয়েছেন পাক অভিনেত্রী মাহিরা খান। আজকাল
৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস