শুক্রবার, ০৯ ডিসেম্বর, ২০১৬, ০৯:৫৮:৫২

যে কারণে পিছিয়ে গেলো ডিপজলের ‘চাচ্চু টু’

যে কারণে পিছিয়ে গেলো ডিপজলের ‘চাচ্চু টু’

বিনোদন ডেস্ক : ২০০৬ সালে ব্যবসা সফল ছবি চাচ্চু নিমার্ণ করেছিলেন জনপ্রিয় পরিচালক এফ আই মানিক। দীর্ঘ ১০ বছর সিকুয়্যাল ‘চাচ্চু টু’ নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছেন প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এবং ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন মানিক। চলতি মাসে  এ ছবিটির শুটিং কাজ শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু হঠাৎ করে এই আই মানিকের মেয়ের অসুস্থতার জন্য  ছবিটির শুটিং পেছালো।

পরিচালক মানিক বলেন,  এই সপ্তাহেই ‘চাচ্চু টু’র কাজ শুরু করার কথা ছিলো। কিন্তু আমার মেয়ের অসুস্থতার জন্য মেয়েকে নিয়ে দু’একদিনের মধ্যে ভারতের চেন্নাই যাবো। জানি না মেয়েকে নিয়ে কবে দেশে ফিরতে পারবো। মেয়ে সুস্থ হলেই ‘চাচ্চু ২’র শুটিং শুরু করবো।

‘চাচ্চু টু’  ছাড়াও জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সম্প্রতি একসাথে বেশ কয়েকটি ছবি নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে পাঁচটি ছবির গল্পও তৈরি হয়েছে। এরমধ্যে একটি ছবি পরিচালনার দায়িত্ব রয়েছে ডিপজলের প্রযোজনায় ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’ ছবির সফল নির্মাতা এফ আই মানিকের কাঁধে।

এছাড়া ছটকু আহমেদকে দিয়ে দুইটি ছবি বানাবেন ডিপজল। ইতিমধ্যে এই দুইটি ছবির নামও চূড়ান্ত হয়েছে। একটির নাম ‘মেঘলা’ ও অন্যটির নাম ‘এক কোটি টাকা’। -চ্যানেল আই।
০৯ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে