বিনোদন ডেস্ক : আশরাফ শিশির পরিচালিত 'গাড়িওয়ালা' ছবিটি যুক্তরাষ্ট্রের হলিউডের সিনেরকম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ৩টি পুরস্কার অর্জন করেছে।
সদ্য সমাপ্ত এ উৎসবে ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক ক্যাটাগরিতে 'প্লাটিনাম অ্যাওয়ার্ড', শ্রেষ্ঠ শিশুশিল্পী ক্যাটাগরিতে যথাক্রমে 'গোল্ড অ্যাওয়ার্ড' ও 'এমারেল্ড অ্যাওয়ার্ড' অর্জন করেছে।
হলিউডের কোনো ফেস্টিভ্যালে প্রথমবার বাংলাদেশি কোনো ছবি পুরস্কারে হ্যাটট্রিক অর্জন করল। এ নিয়ে 'গাড়িওয়ালা'র ঝুলিতে যুক্তরাষ্ট্র, ইতালি, ভারত, স্পেন ও চিলির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে মোট ১৪টি আন্তর্জাতিক পুরস্কার যুক্ত হয়েছে।
তাছাড়া এ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে রেকর্ড গড়েছে 'গাড়িওয়ালা'।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, গ্রিস, পর্তুগাল, রাশিয়া, কম্বোডিয়া, ভারত, পাকিস্তান, ইতালি, চিলি, ভেনিজুয়েলা, কসোভা, রাশিয়া, কেনিয়া, মেক্সিকোসহ মোট ৫ মহাদেশের ১৮টি দেশের ৫১টি শহরে ৫১টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়েছে।
দুই ভাই এবং তাদের মায়ের গল্প নিয়ে 'গাড়িওয়ালা' ছবির কাহিনী আবর্তিত হয়েছে। এতে অভিনয় করেছেন-রোকেয়া প্রাচী, রাইসুল ইসলাম আসাদ, মাসুম আজিজ, শিশুশিল্পী মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর ও ঋদ্ধ। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ ও সম্পাদনা করেছেন সাবি্বর মাহমুদ।
১২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন