শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬, ০২:২১:২৬

এক খবরেই বিশ্বভারতীতে মিমি-যিশুর শ্যুটিং বন্ধ

এক খবরেই বিশ্বভারতীতে মিমি-যিশুর শ্যুটিং বন্ধ

বিনোদন ডেস্ক : একটি সংবাদ মাধ্যমের খবরের জেরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে বন্ধ করে দেওয়া হল পোস্ত সিনেমার শ্যুটিং। এমনকী ওই হলও ভবিষ্যতে ভাড়া দেওয়া হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আশ্রমিক থেকে অধ্যাপক, ছাত্রছাত্রী ও প্রাক্তনীদের চাপে শেষ পর্যন্ত বিশ্বভারতী চত্বরে ‘পোস্ত’ সিনেমার শ্যুটিং বন্ধ করে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত কর্মসচিব জানিয়ে দিলেন, বিশ্ববিদ্যালয় এবং আশ্রম চত্বরে নতুন করে আর কোনও শ্যুটিং করতে দেওয়া হবে না। এদিকে আশ্রম চত্বরে কীভাবে উপাচার্য শ্যুটিংয়ের অনুমতি দিলেন, তা জানতে উপাচার্যকে চিঠি দিলেন রবীন্দ্রভবনের অধ্যক্ষ তপতী মুখ্যোপাধ্যায়। কারণ, বিশ্বভারতীর সংবিধান এবং আইন আনুসারে আশ্রমের প্রশাসনিক অধিকর্তা রবীন্দ্রভবনের অধ্যক্ষ।

কয়েক দিন ধরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে বাংলা সিনেমা ‘পোস্ত’-র শুটিং চলছিল। মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ও। বুধবার এবং বৃহস্পতিবার উপাসনা মন্দিরে শ্যুটিং ঘিরে বিতর্ক তীব্র আকার ধারণ করে। আশ্রমিক সুবোধ মিত্র রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাজ্যপালকে চিঠি দেওয়ার পাশাপাশি কলকাতাতে থাকা প্রাক্তনী ও আশ্রমিকরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। কয়েকশো আশ্রমিকের সই করা প্রতিবাদপত্র প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছেও পাঠানো হচ্ছে। প্রশ্ন তোলা হয়েছে ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন দত্তের ভূমিকা নিয়েও। গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য আবেদন করা হয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে।

বিশ্বভারতীর নিরাপত্তা বিভাগ সূত্রের খবর, উপাসনা মন্দিরের ভিতরে শ্যুটিং করার সময়ে ক্যামেরা, আলো-সহ একাধিক যন্ত্রপাতি মন্দিরের ভিতরে ঢোকানো হয়েছিল। যার ফলে উপাসনা মন্দিরের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মন্দিরের কোনও ক্ষতি হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

আশ্রমিক আশোক মুখোপাধ্যায় জানান, শুটিং এর সময় উপাসনা মন্দিরে কোন ক্ষতি হয়ে থাকলে তা বিশেজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো উচিত। উপাচার্যের এই ধরেনের ক্ষমতা আছে কি না, তা নিয়েও তদন্ত হওয়া প্রয়োজন।

এদিকে  বিশ্বভারতীর আশ্রমে যেভাবে শ্যুটিং হয়েছে এবং পাঠভবনের ছাত্রছাত্রীদের যেভাবে শ্যুটিংয়ে ব্যবহার করা হয়েছে তাতে আশ্রমিক, অধ্যাপক, অবিভাবকরা ক্ষোভে ফেটে পড়েছেন। এই ঘটনার প্রথম এবেলা ওয়েবসাইটে প্রচারিত হওয়ার পরেই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শেষমেশ বিশ্বভারতী চত্ত্বরে ‘পোস্ত’ সিনেমার শ্যুটিং বন্ধ করে দিতে বাধ্য হয় বিশ্বভারতী কতৃপক্ষ। ভবিষ্যতে আর কোনওদিন এই রকমের অনুমতি দেওয়া হবে না বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। -এবেলা।
১০ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে