বিনোদন ডেস্ক: হেডলাইনটা ঠিকই পড়ছেন। শাহরুখ খান এক লহমায় বদলে দিয়েছেন সানি লিওনের জীবন। সে কথা আবার টুইটারে ফলাও করে শেয়ারও করেছেন নায়িকা। কিন্তু কী ভাবে জানেন?
বহুদিন ধরেই কিঙ্গ খানের সঙ্গে সানির স্ক্রিন শেয়ারের কথা শোনা যাচ্ছিল। সৌজন্যে শাহরুখের আসন্ন ছবি ‘রইস’। সেখানেই একটি আইটেম নম্বরে পারফর্ম করেছেন সানি। অবশেষে মুক্তি পেয়েছে সে ছবির ট্রেলরও। সানিও মন ভুলিয়েছেন দর্শকদের। মাত্র চারদিনেই ইউটিউবে ১ কোটি ৭০ লক্ষ ভিউ ছাড়িয়ে গিয়েছে।
সানি লিখেছেন, ‘কিছু মানুষ থাকেন যাঁরা বিনোদনের ক্ষেত্রে জীবনটা বদলে দিতে পারেন। ধন্যবাদ শাহরুখ খান, আমাকে সুযোগ দেওয়ার জন্য।’ উত্তরে শাহরুখ টুইট করেছেন, ‘তুমি খুব উদার। রইসে পারফরম্যান্স যোগ করার জন্য ধন্যবাদ। কিপ স্মাইলিং…।’-আনন্দবাজার
৯ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস