বিনোদন ডেস্ক: বলিউড নায়ক রণবীর সিং এবং নায়িকা বানী কাপুরের ছবি ‘বেফিকর’ গতকাল শুক্রবারই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটিকে ঘিরে প্রথম থেকেই দর্শকদের একটু বেশি মাত্রাতেই উৎসাহ ছিল।
তার কারণ যদিও খুব একটা ছবির গল্প নয়। কারণ ছবিজুড়ে রেকর্ড সংখ্যক অভিন্ন দৃশ্য রয়েছে। দীপিকা নন, বানীর সঙ্গে রণবীরের কেমিস্ট্রি কেমন হলো তা দেখার জন্যই মানুষ হলমুখী হয়েছেন।
ছবিটিকে ঘিরে যে উৎসাহটা কী পরিমাণে তৈরি হয়েছিল, তা প্রমাণিত হলো ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন দেখে।
প্রথম দিনেই আদিত্য চোপড়া পরিচালিত এই ছবি ১০ কোটিরও বেশি টাকার ব্যবসা করে ফেলেছে।-জি নিউজ
১০ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস