বিনোদন ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যার বিষয়ে খুব কষ্ট পাচ্ছেন বাংলাদেশের খ্যাতিবান সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। তাই তিনি ‘রোহিঙ্গা' শিরোনামে একটি গান গেয়ে চোখের জলে ভিজে গিয়েছেন।
ইমতিয়াজ বুলবুলের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী, রীতা, শুক্লা, কৃষ্ণা, ইতি, ঋতু ও স্মরণ।
বাংলার পাশাপাশি গানটির একটি ইংরেজি ভার্সনও তৈরি হয়েছে। সেটি একাই কণ্ঠ দিয়েছেন এলিটা করিম।
এ প্রসঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেন, চলতি সময়ে মিয়ানমারে রোহিঙ্গা হত্যার বিষয়টি আমাকে খুব কষ্ট দিচ্ছে। জানি, গান ছাড়া ওদের পাশে দাঁড়ানোর মতো আমার কাছে আর কিছু নাই। তাই এই গানটি করা। শিল্পী হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করছি।
১০ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস