বিনোদন ডেস্ক : দুই দিন পরেই ৬৬ বছরে পা রাখবেন সুপারস্টার রজনীকান্ত। কিন্তু আম্মার শোকে জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন উদযাপন থেকে নিজেকে বঞ্চিত রাখতে চান দক্ষিণ ভারতের তালাইভা।
আম্মার শোকে এই বছর নিজের জন্মদিন উৎযাপন করতে চান না তিনি। আর তাই নিজের ভক্তদের কাছে এই দিনটিতে উদযাপন না করার আর্জি জানিয়েছেন তিনি।
রজনীকান্তের ম্যানেজার টুইট করে জানিয়েছেন, রজনীকান্ত বারণ করেছেন, যাতে তার জন্মদিন পালনে আড়ম্বর না হয়। ব্যানার, পোস্টার কিছুই টাঙাবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রয়াণের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী ১২ ডিসেম্বর তালাইভার জন্মদিন। এই দিনটিতে তার ভক্তরা রীতিমতো উৎসব পালন করেন তামিলনাড়ুতে। রাস্তায় রাস্তায় রজনীর পোস্টার এবং ব্যানার লাগানো হয়। সেখানকার মানুষ রীতিমতো উদযাপন করেন এই বিশেষ দিনটিতে।
তামিলনাড়ুতে এখনও প্রয়াত নেত্রীর জন্য শোক চলছে। রাজ্য সরকার ইতিমধ্যেই তাঁর মৃত্যুতে ১৬ ডিসেম্বর থেকে এক সপ্তাহ রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত ঘোষণা করেছে।
প্রসঙ্গত, গত বছর ঠিক এই সময়ই তামিলনাড়ুতে ভয়াবহ বন্যা হয়েছিল। সেই সময়ও বন্যা বিধ্বস্তদের কথা মাথায় রেখেই নিজের জন্মদিন পালন থেকে বিরত থেকেছিলেন রজনীকান্ত। এই বছরও আম্মার শোকে একই পথে হাঁটলেন কাবালি।
১০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি