শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬, ০৯:২৮:০৯

বিমানে শারীরিক হেনস্থা! জানালেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ, অভিযোগ অভিনেত্রীর

 বিমানে শারীরিক হেনস্থা! জানালেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ, অভিযোগ অভিনেত্রীর

বিনোদন ডেস্ক: বিমানে শারীরিক হেনস্থার শিকার ছোট পর্দার অভিনেত্রী টিনা দত্ত। সহ অভিনেতার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন কালার্সের জনপ্রিয় ধারাবাহিক ‘উত্তরণ’-এ ‘ইচ্ছা’ চরিত্রে জনপ্রিয় এই অভিনেত্রী।

জানা গিয়েছে, জেট এয়ারওয়েজ-এর বিমানে মুম্বই থেকে রাজকোট যাচ্ছিলেন তিনি। প্লেনে এক সহযাত্রী তাঁর সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ। বিমানকর্মীদের এ কথা জানালেও তাঁরা কোনও কঠোর ব্যবস্থা নেননি বলে অভিযোগ ওই অভিনেত্রীর। টিনার অভিযোগ, বিমানের কর্মীরা তাঁকে বলেন, এরকম ঘটনা ঘটেই। গোটা ঘটনা অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন টিনা।-এবিপি আনন্দ
৯ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে