রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬, ০১:১৬:৪৮

বিপিএল কন্যা আমব্রিনের পরবর্তী টার্গেট

বিপিএল কন্যা আমব্রিনের পরবর্তী টার্গেট

মারুফ কিবরিয়া : ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বিপিএল উপস্থাপনার মাধ্যমে দর্শক মাতিয়েছেন আলোচিত মডেল-উপস্থাপিকা আমব্রিন। গত শুক্রবার রাতেই শেষ হয়েছে এ আয়োজন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএলের চতুর্থ আসর উপস্থাপনা করলেন তিনি। কেমন ছিল এবারের অভিজ্ঞতা?

আমব্রিন বলেন, এক কথায় দারুণ। এটা আমার ক্যারিয়ারের জন্য বড় একটি পাওয়া বলতে পারেন। চারদিক থেকেই খুব প্রশংসা পেয়েছি। মাঠে ও মাঠের বাইরে ব্যাপক সাড়া পেয়েছি। আমার জন্য এটা ছিল একটা সফল আয়োজন। বিপিএল তো শেষ হলো। আমব্রিন এবার কোন মিশনে নামছেন? এমন কৌতূহল তো ভক্তের মাঝে থাকতেই পারে। আর সে নিয়েই জানালেন আমব্রিন।

তিনি বলেন, সামনেই বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। এটি চ্যানেল নাইন সমপ্রচার করবে। আর সেখানে উপস্থাপনার দায়িত্ব পেয়েছি। তাছাড়া আমার টার্গেট যদি বলতে চাই সেটি হলো- আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ)। এখানে কাজ করার জন্য আমি প্রস্তুত। জানি না কতটুকু সফল হবো। তবে আমি খুব আত্মবিশ্বাসী। সে জায়গা থেকে আইপিএল-এর হোস্টিংয়ের কাজ করার আশা করতেই পারি। এদিকে বিপিএল-এর আগের আয়োজনের মতোই এ সিজনেও আলোচনায় এসেছেন আমব্রিন।

এ আলোচনা ছড়িয়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও। শুধু উপস্থাপনা দিয়েই আলোচিত হয়েছেন তা কিন্তু নয়।  নতুন স্টাইল ও ফ্যাশনের মাধ্যমেও আলোচনায় ছিলেন তিনি। বিপিএল আসরে যারা গ্যালারিতে বা টিভি সেটের সামনে বসে উপভোগ করেছেন তারা আমব্রিনের মনোমুগ্ধকর উপস্থাপনার পাশাপাশি তার ফ্যাশন সচেতনতা দেখেও অভিভূত হয়েছেন। আমব্রিনের এই ফ্যাশন নিয়ে ফোন এসেছে ভারতসহ অনেক দেশ থেকেই।

বিষয়টি জানালেন আমব্রিন নিজেই। উপস্থাপনায় নয়, ব্যক্তি আমব্রিনও চমৎকার একজন মানুষ। মিষ্টি কথায় অল্পতেই অন্যদের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা রয়েছে তার। উপস্থাপনা, অভিনয় ও মডেলিং সব জায়গায় সরব উপস্থিতি এ তারকার। কাজ নিয়ে হাজারো ব্যস্ততা থাকলেও একটা নির্দিষ্ট নিয়ম মেনে জীবনযাপন করেন আমব্রিন। কথা রাখাটাকে সবচেয়ে বেশি গুরুত্বের দৃষ্টিতে দেখেন। নিজের সব কাজই ঠিক সময়ে করাটাকে অভ্যাসে পরিণত করেছেন তিনি।

২০০৭ সালে লাক্স-চ্যানেলে আই প্রতিযোগিতায় শীর্ষ দশে ঠাঁই হয়েছিল আমব্রিনের। সেটিকে পুঁজি করেই সামনে এগিয়ে চলার ছক এঁকেছিলেন। নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে সেই ছকেই হেঁটে চলেছেন বলে জানালেন। ক্যারিয়ারের একেবাইরে শুরুতে ‘চলো বিয়ে করি’ নামে আফজাল হোসেন পরিচালিত একটি নাটকে অভিনয়ের মাধ্যমেই নিজেকে প্রমাণ করার সুযোগ পান আমব্রিন। এরপর একের পর এক নাটকে অভিনয় করে চলেছেন। পাশাপাশি কাজ করেছেন বিজ্ঞাপনেও।

তানভীর হাসানের নির্দেশনায় বাংলালিংকের কল ব্লকের কমার্শিয়াল বিজ্ঞাপনের মাধ্যমেই বিজ্ঞাপন জগতে পা রাখেন তিনি। এ পর্যস্ত প্রায় দুই ডজন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। অভিনয়ের মতো বিজ্ঞাপনেও তার শৈল্পিক উপস্থিতি লক্ষণীয়। তবে এ দুই পরিচয়ের বাইরে বর্তমানে যে পরিচয়টিই আমব্রিনের সবচেয়ে বেশি প্রচার পাচ্ছে, সেটি হলো উপস্থাপক। এ মাধ্যমে তার উপস্থিতি দর্শককে মুগ্ধ করছে নিয়মিত। বর্তমানে বেশ কয়েকটি চ্যানেলে একাধিক অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি।

পাশাপাশি দেশের বড় বড় ইভেন্টগুলোরও উপস্থাপনার দায়িত্বও আসে তার কাঁধে। দেশি-বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত অনেক অনুষ্ঠান সঞ্চালনের ভূমিকায় আমব্রিনের নামটিই আগে উঠে। বর্তমানে উপস্থাপনার পাশাপাশি অভিনয়েও আছেন তিনি। ‘আয়নাঘর’ ও ‘নীড় খোঁজে গাঙচিল’ নামের দুটি ধারাবাহিকে নিয়মিত দেখা যাচ্ছে আমব্রিনকে। এমজমিন

১১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে