রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬, ০৯:৪৬:২১

‘তাম্মা তাম্মা’ আলিয়া-বরুণের কিসের ইঙ্গিত?

‘তাম্মা তাম্মা’ আলিয়া-বরুণের কিসের ইঙ্গিত?

বিনোদন ডেস্ক : মাধুরী দিক্ষীত ও সঞ্জয় দত্তের গান “তাম্মা তাম্মা”-র একটি লাইন পোস্ট করেছেন আলিয়া ভাট। শুধু আলিয়াই নয়। বরুণ ধাওয়ানও একই পোস্ট করেছেন টুইটারে।

টুইটারে আলিয়া লিখেছেন, Some things never change, some SONGS never die. #Tammatamma #badrinathkidhulania @Varun_dvn @karanjohar @ShashankKhaitan pic.twitter.com/BHFghFL4eY
— Alia Bhatt (@aliaa08) December 10, 2016

১৯৯০ সালের হিট ছবি থানেদারে ছিল গানটি। গানটি তখন চার্টবার্স্টারে প্রথমের দিকে থাকত। সেই গানটি আবার ফিরছে বদ্রিনাথ কি দুলহনিয়া ছবিতে। গানটি রিমেক করে এই ছবিতে দেখানো হবে শোনা যাচ্ছে। গানে নাচ করতে দেখা যাবে আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানকে। আর সেই কারণেই নাকি বরুণের জ্যাকেটের পিছনে লেখা, “Present vs Future”।

হাম্পটি শর্মা কি দুলহনিয়ার সিকুয়েল এটি। তবে আলিয়া ভাট অবশ্য জানিয়েছেন, এই ছবিটি আগেরটির সিকুয়েল নয়। তাঁর মতে, বদ্রিনাথ কি দুলহানিয়া হল একটা প্রেমের ছবি। এই ছবির সঙ্গে হাম্পটি শর্মা কি দুলহানিয়ার কোনও মিল নেই। এমনকী এই ছবি হাম্পটির সিকুয়েলও নয়। এটা একেবারেই আলাদা ছবি। যার চরিত্রগুলোও ভিন্ন। এটা একটা ফ্র্যাঞ্চাইজ়ি। কিন্তু গল্প আলাদা। শুধুমাত্র দুলহানিয়া কথাটাকে প্রেমের ছবি হিসেবে বোঝানোর জন্যই ব্যবহার করা হয়েছে।

বদ্রিনাথ কি দুলহনিয়া পরিচালনা করছেন শশাঙ্ক খৈতান। প্রযোজনা করছেন হিরু যশ জোহর ও করণ জোহর। প্রেজ়েন্টেশনে আছে ফক্স স্টার স্টুডিও। পরের বছর ১০ মার্চ রিলিজ় করবে বদ্রিনাথ কি দুলহনিয়া।
১১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে