বিনোদন ডেস্ক: এমন অসম্ভব চিন্তা অকপটে করেছেন তিনি। টাকার জন্য নাকি বিয়েও করেছিলেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। নিজের মুখেই সে কথা জানালেন তিনি।
সরাসরি তার মুখের কথা-আমি ফ্লাট ও টাকার জন্য বিয়ে করি। তিনি টাকার জন্য বিয়ে করেছিলেন ইন্দো-আমেরিকান ব্যবসায়ী ইলিশ পারাজুনওয়ালেকে! ‘রাখি কা স্বয়ম্বর’ রিয়ালিটি শো-তে ওই বিয়ে হয়েছিল কয়েক বছর আগে।
রাখির ভাষ্য, ‘সে সময় আমার একটা ফ্ল্যাট কেনার দরকার ছিল। তাই টাকার জন্যই ইলেশের সঙ্গে এনগেজমেন্ট করেছিলাম। কেন মিথ্যে বলব? ডিভোর্স দেওয়ার জন্য তো কাউকে বিয়ে করব না। বরং এমন একজনকে বিয়ে করব যে আমার খেয়াল রাখবে এবং আমার যাবতীয় চাহিদা মেটাতে পারবে।’
যদিও ওই রিয়ালিটি শো শেষ হওয়ার পর রাখি জানিয়েছিলেন, ইলিশ শো-উইনার। সে কারণেই নিয়ম মেনে নিতে ইলিশের সঙ্গে এনগেজমেন্ট করেছেন।
১১ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর