বিনোদন ডেস্ক : নিজের হাজারো ফলোয়ারের সামনে তুলে ধরবেন তাঁর ট্র্যাভেল-ডায়েরির পসরা। মাধ্যম— ফেসবুক লাইভ। শুধু ভার্চুয়াল বেড়ানোই নয়। পাশাপাশি থাকছে ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে লাইভ চ্যাটের বন্দোবস্তও। লাইভ ভিডিওর মাধ্যমে তাঁর ফেসবুক ফলোয়ারদের দেশ-বিদেশ ঘোরানোর ইচ্ছে থেকেই এহেন ভাবনা।
আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে ফোনে ঋতাভরী বলছিলেন, ‘‘আমি বরাবরই বেড়াতে ভালবাসি। তাই ভেবেছিলাম, লাইভ ভিডিওর মাধ্যমে আমার ফলোয়ারদেরও দেশ-বিদেশের বিভিন্ন জায়গা দেখাতে পারলে কেমন হয়! প্রথমে ফেসবুক কর্তৃপক্ষকে আমার আইডিয়াটা জানাই। ওঁদের ভাল লেগেছিল আমার আইডিয়া। তারপর ওঁরাই প্রস্তাব দিয়েছিলেন, সান ফ্রান্সিসকোয় ফেসবুকের মুখ্য কার্যালয় থেকে লাইভ সিরিজটা শুরু করার। কিন্তু সেটা সম্ভব হয়নি।’’
প্রসঙ্গত, শনিবার সকালে (আমেরিকার সময় অনুযায়ী শুক্রবার সন্ধ্যায়) ফেসবুকের মুখ্য-কার্যালয় থেকে একটি লাইভও করেছেন ঋতাভরী। কিছুদিন আগে শিকাগো থেকে প্রথম লাইভ ভিডিওটি করেছিলেন নায়িকা। সান ফ্রান্সিসকোর বদলে শিকাগো থেকে শুরু করলেন কেন?
নায়িকার উত্তর, ‘‘সান ফ্রান্সিসকোয় আসার আগে আমি শিকাগোয় ছিলাম। একটা শহরে যখন গিয়েইছি, তখন লাইভটা করেই ফেললাম!’’ পুরো বেড়ানোর ছলেই লাইভ সিরিজটা শ্যুট করতে চাইছেন নায়িকা।
তাঁর কথায়, ‘‘কোনও শহর সম্পর্কে প্রচুর তথ্য না দিয়ে, ইনফর্মালভাবে শ্যুট করার চেষ্টা করছি। আশা করছি সকলের ভাল লাগবে।’’ আমেরিকায় লাইভ-সফরের পালা শেষ করে ইউরোপ পাড়ি দেবেন নায়িকা। সুইৎজারল্যান্ড, ফ্রান্স এবং লন্ডন থেকেও লাইভ করবেন ঋতাভরী।
বলছিলেন, ‘‘ক্রিসমাসে লন্ডনে থাকব। সেখান থেকেই ফেসবুক লাইভ করব। তারপর নতুন বছর কাটিয়ে ২ জানুয়ারি শহরে ফিরব। ইচ্ছে রয়েছে অন্তত ছ’মাস অন্তর একটা করে লাইভ-ট্যুর করার।’’ -এবেলা।
১১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম