রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬, ০৭:১৩:৪৯

একাই ম্যাচের রং বদলে দিলেন জয়া

একাই ম্যাচের রং বদলে দিলেন জয়া

বিনোদন ডেস্ক: কলকাতা: আবারও নাম জড়াল সৃজিত মুখোপাধ্যায় ও জয়া এহসানের৷আপনি যদি প্রথম লাইন পড়েই ‘গসিপ কোসেন্ট’ খোঁজার জন্য প্রতিবেদনে ঝুঁকে পড়েন,তাহলে একটু হলেও হতাশ হতে হবেন৷ব্যাপারটা একটু আলাদা৷পড়ে দেখুন৷

সৃজিতের ‘রাজকাহিনী’তে রুদ্রনীল ঘোষের সঙ্গে টিলার উপরে বোল্ড সিনেই নয়, অভিনয়ের গুনেও বাঙলার দর্শকদের মনে ঝড় তুলে দিয়েছিলেন ‘রুবিনা’ ওরফে জয়া৷ দু’বারের জাতীয় পুরস্কারে ভূষিত জয়া আর সৃজিতের সম্পর্ক নিয়ে এরপর বাজারে অনেক খবরই ছড়িয়েছিল৷এবার জয়ার সঙ্গে সৃজিত জড়ালেন একটু অন্যভাবে৷জয়ার অভিনীত একটা ছবির ক্লিপিংসই ফেসবুকে শেয়ার করলেন বাংলার হেভিওয়েট পরিচালক৷

গত আট এপ্রিল বাংলাদেশে মুক্তি পায় শাকিব খান ও জয়া অভিনীত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমের কাহিনী টু৷’ এটা ২০১৩-র ‘প্রেমের কাহিনী’র সিকোয়েল৷টলিউডের দেব-কোয়েলের নয় অবশ্যই৷প্রেমের কাহিনী টু’র গল্প ক্রিকেট নিয়েই৷ছবিতে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচের একটা সিকোয়েন্স রয়েছে৷রান তাড়া করে বাংলাদেশকে জেতান শাকিব৷গ্যালারিতে জয়া শাকিবকে তাতান ‘মারো মারো’ বলে৷আর এই শুনেই শাকিব একের পর এক চার-ছ্ক্কা হাঁকিয়ে দেশবাসীর মুখে হাসি ফোটান৷

এই ক্রিকেট ম্যাচটা ফেসবুকে ‘খোরাক’ হয়েছে ভাইরালের নামে৷‘বেস্ট ক্রিকেট ম্যাচ এভার…আরআইপি ক্রিকেট’ বলেই পোস্ট করা হয়েছে একাধিক পেজে৷‘ট্রাস্ট, বাট প্লিজ ভেরিফাই’ নামের একটি পেজও এই ভিডিও পোস্ট করেছে৷সেটাই সৃজিত শেয়ার করেছেন নিজের ওয়ালে৷এই ভিডিওটা এবার আপনিও দেখে নিন৷ক্রিকেট ম্যাচ দেখার সংজ্ঞাই বদলে যাবে আপনার৷পরিসংখ্যান বলছে প্রেমের কাহিনী টু’ই এ বছর বাংলাদেশে সেরা ব্যাবসা দিয়েছে৷-কলকাতা২৪
১১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে