রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬, ০৯:৪৩:২৪

শাকিব-মিশার চমক

শাকিব-মিশার চমক

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের কিং খান হিসেবে পরিচিত শাকিব নতুন লুকে হাজির হলেন দর্শকদের সামনে। তার পরবর্তী সিনেমায় ভক্তরা একেবারে অন্য এক শাকিবকে দেখতে পাবেন।
 
যার প্রমাণ মিলল 'অপারেশন অগ্নিপথ' সিনেমার টিজারে। শনিবার রাতে ইউটিউবে সিনেমার টিজারটি প্রকাশ হয়। দুই মিনিট ৫ সেকেন্ডের এ টিজারে বাজিমাত করে ফেলেছেন শাকিব খান এবং সিনেমার ভিলেন মিশা সওদাগর।
 
সিনেমায় শাকিবের বিপরীতি অভিনয় করেছেন নায়িকা শিবা আলী খান।
 
লোকেশন, মারপিটের ধরন, সাউন্ড ইফেক্টস সব কিছুতেই ভিন্নতা আনার চেষ্টা করেছেন নির্মাতা আশিকুর রহমান।
 
একজন আধুনিক যোদ্ধা বা এজেন্টকে ঘিরে সিনেমার গল্প। যেখানে উঠে এসেছে অপরাধ জগতের নানা কাহিনী। অস্ট্রেলিয়ায় সিনেমার শুটিং হয়েছে। আগামী বছরের শুরুর দিকে ছবিটি মুক্তি পাবে।
 
‘অপারেশন অগ্নিপথ’ প্রযোজনা করছে অস্ট্রেলিয়াভিত্তিক সিনেফেক্ট মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন এদেশের অ্যাডওয়ার্ড গোমেজ এবং অস্ট্রেলিয়ার ইগর ব্রেকেনব্যাক।-যুগান্তর
১১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে