বিনোদন ডেস্ক: রজনীকান্ত। ভারতীয় সিনেমায় এক ‘ইতিহাস’-এর নাম। আজ তিনি ৬৬-তে পা দিলেন। তাঁর জীবনের অনেকটাই খোলা খাতা। আবার বেশ কিছুটা রয়েছে অজানা। দেখে নেওয়া যাক ‘থালাইভা’ সম্পর্কে অজানা কিছু তথ্য।
রজনীকান্ত একমাত্র অভিনেতা যিনি ‘সিবিএসই’ সিলেবাসে রয়েছেন। ‘ফ্রম বাস কন্ডাক্টর টু অ্যাক্টর’ শীর্ষক রচনায় রজনীর কথা পড়ানো হয়।
১৯৮৮। ‘দ্য ব্লাডস্টোন’ নামে একটি হলিউডি ছবিতে অভিনয় করেছিলেন। পরিচালক ছিলেন ডিউইট এইচ লিটল।
অনেকেই জানেন, প্রথম জীবনে বাস কন্ডাক্টরের কাজ করতেন রজনী। কিন্তু একসময় রোজগারের জন্য কুলি এবং ছুতোর মিস্ত্রির কাজও করতে হয়েছে তাঁকে।
২০১৪। নিজের টুইটার অ্যাকাউন্ট খোলেন রজনী। ২৪ ঘন্টার মধ্যে ফলোয়ার হয় দুই লক্ষ দশ হাজার। যে কোনও ভারতীয় সেলিব্রিটির ক্ষেত্রে এটা রেকর্ড।
মীনা একমাত্র অভিনেত্রী যিনি রজনীকান্তের সঙ্গে শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন, পরে তাঁর নায়িকাও হন।
যে কোনও সিনেমা মুক্তি পাওয়ার পরই হিমালয়ে বেড়াতে চলে যান নায়ক। অথবা বেঙ্গালুরুতে গিয়ে পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়াও তাঁর পছন্দের।
তামিল, হিন্দি, মালায়লম, কন্নড়, তেলেগুর পাশাপাশি ‘ভাগ্য দেবতা’ নামে একটি বাংলা ছবিতেও অভিনয় করেছেন রজনী।
কেরিয়ারের তুমুল সাফল্যের পর এখনও প্রতিদিন সেটে নতুন কেউ ঢুকলে তাঁকে উঠে দাঁড়িয়ে সম্মান জানান থালাইভা।-আনন্দবাজার
১২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস