সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬, ০১:৪২:৩৫

আত্মহত্যা করলেন হিমেশের কোম্পানির সিইও, কিন্তু কেন জানেন?

আত্মহত্যা করলেন হিমেশের কোম্পানির সিইও, কিন্তু কেন জানেন?

বিনোদন ডেস্ক : আত্মহত্যা করলেন হিমেশ রেশমিয়াঁর মিউজিক কোম্পানি এইচআর মিউজিক-এর সিইও অ্যান্ডি সিং। ভারতের মুম্বাইয়ের একটি গসিপ ম্যাগাজিন সূত্রে খবর, গত শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুম্বাইতে, অ্যান্ডির ফ্ল্যাটে। ৪৬ বছর বয়সী অ্যান্ডি বেশ কিছুদিন ধরেই পারিবারিক সমস্যায় জর্জরিত ছিলেন। স্ত্রীর সঙ্গে সেপারেশনে থাকলেও বিবাহবিচ্ছেদ হয়নি তাঁর ৯ বছরের কন্যার জন্য। মুম্বাইয়ের একটি ফ্ল্যাটে মা ও বান্ধবীর সঙ্গে থাকতেন অ্যান্ডি।

গসিপ ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, বহুদিন ধরেই পারিবারিক সমস্যা নিয়ে ডিপ্রেশনে থাকতেন অ্যান্ডি। বিশেষ করে মায়ের সঙ্গে প্রায় প্রতিদিন বচসা হতো। অ্যান্ডির মা তাঁকে এমন কিছু কথা বলেছিলেন শনিবার যে অ্যান্ডি তা সহ্য করতে পারছিলেন না। মায়ের কথায় যে অত্যন্ত আহত হয়েছিলেন অ্যান্ডি সেকথা জানিয়েছেন তাঁর বান্ধবী।

জানা গেছে, মায়ের সঙ্গে কথা কাটাকাটির পরেই নাকি অ্যান্ডি নিজের ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেন। তার কিছুক্ষণ পরে অনেক ডাকাডাকিতেও দরজা না খুললে, দরজা ভেঙে ফেলা হয়। তার পরেই দেখা যায় সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস জড়িয়ে ঝুলছেন অ্যান্ডি। ঘটনায় অত্যন্ত মর্মাহত তাঁর সহকর্মীরা। গতকাল টুইটারে তাঁরা অ্যান্ডির মৃত্যুতে একটি শোকবার্তাও টুইট করেন। কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে হিমেশ রেশমিয়াঁর কোনও মন্তব্য পাওয়া যায়নি। -এবেলা।
১২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে