সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬, ০৮:৩০:৫৮

জানেন কেন কঙ্গনা রানাওয়াত কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান না?

 জানেন কেন কঙ্গনা রানাওয়াত কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান না?

বিনোদন ডেস্ক: বলিউডের মিস্টার পারফেক্ট আমির খানের (পারফেকশনিস্ট নয়, এই নামটিই পছন্দ আমির খানের) পথ অনুসরণ করছেন বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। আমির খানের মতো তাঁকে কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা যায় না। কিন্তু কেন? কেন তিনি কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত থাকেন না জানেন?

সম্প্রতি একটি ফ্যাশন শোয়ে তাঁকে প্রশ্ন করা হয় যে, কেন তাঁকে কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা যায় না। উত্তরে তিনি বলেন, ‘আমি কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাই না। কারণ, আমি অ্যাওয়ার্ডেই বিশ্বাস করি না।’

এরপর তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, সেরা অভিনেত্রী হিসেবে কে পুরষ্কার পাওয়ার যোগ্য? আলিয়া ভাট নাকি সোনম কাপুর? কঙ্গনা বলেন, ‘আমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিচারক নই। আর এটা আমার কাজও নয় যে, কে পুরষ্কার জিতবে, তার সিদ্ধান্ত নেওয়া। আমি পুরষ্কারে বিশ্বাসই করি না। তাহলে কেন আমি এসব বিষয়ে মাথা ঘামাব? কে জিতল তাতে আমার কোনও আগ্রহ নেই।’

এরপর আলিয়া ভাটের প্রশংশা করে কঙ্গনা বলেন, ‘আলিয়া তাদের মধ্যে পড়ে, যাঁর কাছে আমি যেতে পারি। ওর সঙ্গে আমার একটা খুব ভালো সম্পর্ক আছে। একমাত্র ওই আমার সম্পর্কে খোঁজখবর নেয়।’-জিনিউজ
১২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে