বিনোদন ডেস্ক: বহু পুরনো একটি ছবি। খুবই সাধারণ ঢঙে একজন কিশোর চেয়ে আছেন। নির্ভার ভঙ্গি তার, কিন্তু ভাবটা বিরক্তির। মনে হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে ক্যামেরাম্যানের চাপে পোজ দিয়েছেন! ছেলেটাকে চেনেন?
রাকিবুল হক বাপ্পী নামের একজন এই ছবিটি পোস্ট করেছেন চলচ্চিত্র নিয়ে সবচেয়ে জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘বাংলা চলচ্চিত্র’-তে।
কিন্তু আশ্চর্যের বিষয়, একজন মানুষও এই ছেলেটির নাম ভুল বলেননি! সবাই তাকে চেনেন!
অসংখ্য মানুষ কিশোর ছেলেটির ছবিতে লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন এবং শেয়ার করছেন।
আসলে এমন বিরল একটি ছবি যে দেশের তুমুল জনপ্রিয় এক অভিনেতার! তাকে কি কেউ না চিনে থাকতে পারে!
ছবির এই ছেলেটি বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ’র। আর ছবিটি আশির শুরুর দিকে তোলা।
সালমান শাহ’র ফ্যামিলি অ্যালবাম থেকে ছবিটি মূলত ফেসবুকের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে যায়।
১২ ডিসেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস