মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬, ০৩:৩৮:২২

আলিয়ার সাথে সম্পর্ক নিয়ে যা বললেন কঙ্গনা

আলিয়ার সাথে সম্পর্ক নিয়ে যা বললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক: আলিয়া ও কঙ্গনা রানাওয়াতের সম্পর্ক নিয়ে বিশেষ কিছু শোনা যায় না। অল্পদিন আগে কফি উইথ কর্ণ-এ এসে আলিয়া কঙ্গনা সম্পর্কে ইঙ্গিতবাহী মন্তব্যও করেছেন। কিন্তু সে সবের ধারকাছ দিয়ে না হেঁটে কঙ্গনা দাবি করলেন, তাঁদের দু’জনের সম্পর্ক যথেষ্ট ভাল।

কফি উইথ কর্ণ-এ আলিয়া কঙ্গনার বিমানবন্দরে যেসব ছবি ওঠে, তার প্রশংসা করেন, পাশাপাশি মন্তব্য করেন, তাঁর জানার ইচ্ছে, এত ঘনঘন প্লেন ধরে কঙ্গনা কোথায় যান। তাঁর ব্যাপারে আলিয়ার এই কৌতূহল সম্পর্কে জানতে চাইলে ‘কুইন’-এর নায়িকা বলেন, আলিয়া তাঁর সম্পর্কে যা বলেছেন, তাতে তিনি খুব খুশি কারণ আলিয়া এমন একজন মানুষ যাঁর সঙ্গে তাঁর সম্পর্ক ভাল। তাঁদের দু’জনের সমীকরণ যথেষ্ট ভাল। আলিয়া যে তাঁর সম্পর্কে এতটা কৌতূহলী, তাতে তিনি ভীষণ খুশি।

কঙ্গনা আরও জানিয়েছেন, তিনি পুরস্কারে বিশ্বাস করেন না। তাঁকে প্রশ্ন করা হয়, এ বছর কোন অভিনেত্রীর কাজ তাঁর ভাল লেগেছে কারণ আলিয়া আর সোনম কপূর দু’জনেই সেরা অভিনেত্রীর খেতাবের দৌঁড়ে রয়েছেন। কঙ্গনার সোজাসাপটা জবাব, সেরা অভিনেত্রীর বিচারক তিনি নন। তিনি পুরস্কারে বিশ্বাস করেন না, পুরষ্কার প্রদান অনুষ্ঠানেও যান না। এ বিষয়ে কেয়ার করেন না তিনি।-এবিপি আনন্দ

১৩ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে