মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬, ০৯:৪০:৩৭

‘রইস’ ট্রেলারে ইসলামের অসম্মান, বিপাকে কিং খান

‘রইস’ ট্রেলারে ইসলামের অসম্মান, বিপাকে কিং খান

বিনোদন ডেস্ক: ছবিতে কাজ করেছেন পাকিস্তানি শিল্পী। তাই বাধা আসতে পারত কট্টর হিন্দুত্ববাদী দলগুলির থেকে। আগেভাগে তা আঁচ করে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। কিন্তু কিং খান পড়লেন অন্য বিপাকে। ছবিতে ইসলাম বিরোধিতা করা হয়েছে বলে সরব হল শিয়া সম্প্রদায়ের বহু মানুষ।

কী কারণে এই ক্ষোভ? ট্রেলারে দেখা গিয়েছে মহরমের শোভাযাত্রার উপর দিয়ে লাফাচ্ছেন রইস তথা শাহরুখ। তাঁর হাতে ধরা ইসলামি পতাকা৷ আর এতেই বেজায় চটেছেন ধর্মপ্রাণ ইসলামরা৷ তাঁদের দাবি এই ভঙ্গিতে আসলে অপমান করা হয়েছে ইসলামকে, বিশেষত শিয়াদের আবেগকে৷ গাজিপুরের শিয়া গোষ্ঠী চালিত এক স্বেচ্ছাসেবী সংস্থা এ ব্যাপারে ছবিটির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে৷ তাদের দাবি, ইমাম হাসানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে যে শোভাযাত্রা তার উপর দিয়ে লাফানো উচিত নয়৷ এরকম একটা দৃশ্য ইসলামদের ধর্মবিশ্বাসেই আঘাত হেনেছে৷ সংস্থার দাবি, ছবি থেকে দৃশ্যটি বাদ দেওয়া হোক।

শাহরুখের উপরও বেশ চটেছেন সকলে৷ কেননা এই শিয়া সম্প্রদায়ের মানুষের দাবি, শাহরুখ নিজে তো জানতেন এটা ধর্মবিরুদ্ধ৷ হাসানের প্রতি শ্রদ্ধা জানাতে ইসলাম ধর্মাবলম্বীরা এই কাজ করেন৷ সব জেনেশুনে কেন নায়ক এ কাজ করলেন সে প্রশ্নই তুলেছেন তাঁরা।

তবে শুধু প্রশ্ন তুলেই ক্ষান্ত নয়৷ রীতিমতো প্রতিবাদের পথে হাঁটতে চলেছে এই গোষ্ঠী৷ দেশের বেশ কয়েকটি শিয়া সম্প্রদায় এই ইস্যুতে একজোট হয়েছে৷ এখন টিম রইস এই অভিযোগের কী উত্তর দেয় তার উপরই পুরো বিষয়টি নির্ভর করছে।

পাক শিল্পীর কাজ করা নিয়ে যাতে কোনও সমস্যা না বাধে সে কারণে আগেই রাজ ঠাকরের সঙ্গে দেখা করেছিলেন শাহরুখ৷ তবে সে পর্ব মিটতে না মিটতে ফের নয়া ঝামেলায় জড়ালেন তিনি। -সংবাদ প্রতিদিন।
১৩ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে