মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬, ০৫:৪৫:০৭

ভাইয়ের বিয়েতে পাঞ্জাবী রুপে নজর কাড়লেন সানি লিওন!

ভাইয়ের বিয়েতে পাঞ্জাবী রুপে নজর কাড়লেন সানি লিওন!

বিনোদন ডেস্ক : সানি লিওন এবার নিজেকে ধরা দিলেন নীলপরী রুপে। একেবারে তার দেশি রুপ। পাঞ্জাবী সংস্কৃতিতে অন্য এক রুপে সামনে আসলে সাবেক বিতর্কীত অভিনেত্রী ও বর্তমান বলিউড অভিনেত্রী সানি লিওন। আর গোটা ঘটনাটি ধরা পড়লো তার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে।

পুরানো বান্ধবী করিশমা নাইডুকে বিয়ে করলেন সানি লিওনের ভাই সন্দীপ ভোহরা। বিয়ে হল আমেরিকার একটি গুরুদ্বারে। নীল পাতিয়ালায় সানিকে মনে হচ্ছিল এক্কেবারে পাঞ্জাবী কুড়ি। ভাইয়ের খুব ঘনিষ্ঠ সানি। ভাইয়ের বিয়েতে বোন হিসেবে তার যা যা ধর্মীয় ক্রিয়ায় যোগ দেওয়ার কথা, সবই নিষ্ঠার সঙ্গে করেন তিনি!

গুরুদ্বারে সাত পাকে বাঁধা পড়ছেন নবদম্পতি। বিয়েতে যোগ দেন সানির স্বামী ড্যানিয়েল ও তার শ্বশুর শাশুড়িও। সানির ভাই স্থানীয় এক রেস্তোঁরার এক্সিকিউটিভ শেফ। তার স্ত্রী ক্যালিফোর্নিয়ার ফ্যাশন স্টাইলিস্ট ও ওয়ার্ডরোব কনসালট্যান্ট।

১৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে