মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬, ০৬:১২:২৮

সালমান খানকে বিয়ে করতে বাধা দিচ্ছেন আরবাজ খান!

সালমান খানকে বিয়ে করতে বাধা দিচ্ছেন আরবাজ খান!

বিনোদন ডেস্ক : বছরের পর বছর ধরে বলিউডে আলোচনা চলছে সালমান খান বিয়ে করছেন করে? আর এটা এতোটাই বেশি যে ভারতীয় মজা করে ‘জাতীয় চিন্তা-সালমানের বিয়ে’ লিখে অনলাইনে প্রচার করে। কিন্তু সালমান আজও মোস্ট এলিজেবল ব্যাচেলার। তবে তার ভাই আরবাজ খানও নাকি চান না সালমানের বিয়ে হোক।

করণ জোহরের শো কফি উইথ করণে এ কথা বলেছেন আরবাজ। সেখানে করণ তাকে জিজ্ঞাসা করেন, সালমানের বিয়ে নিয়ে এত দেরি হচ্ছে কেন? তিনি কি চান না বিয়ে করুক দাদা সালমান? উত্তরে আরবাজ বলেন, 'না'। আরবাজের এই উত্তরে হতচকিত হয়ে যান করণ। আরবাজ জানান, 'কারণ সালমান দেখতে পাচ্ছে ওর চারদিকে কী হচ্ছে। '

আরবাজের বিবাহিত জীবন মোটেও সুখের নয়। মালাইকার সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। জানুয়ারি মাসে শোনা গিয়েছিল, আরবাজ খানের থেকে নাকি আলাদা হচ্ছেন মালাইকা অরোরা খান। কারণ জানাননি কেউই। কিন্তু বিচ্ছেদের কথা স্বীকার করেছিলেন দুজনই।

তবে এও তারা জানিয়েছিলেন, ব্রেক আপ নয়। ব্রেকে আছেন তারা। তাদের সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছে গিয়েছিল, যে খানিকটা দূরত্ব জরুরি হয়ে পড়েছিল। তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা। গত মাসেই তারা বিচ্ছেদের জন্য আবেদন করেন। এই কারণেই হয়ত ভাইয়ের বিয়ে নিয়ে আপত্তি তোলেন আরবাজ।

শোতে আরবাজ ও সোহেলকে আরও প্রশ্ন করেন করণ। জিজ্ঞাসা করেন, সালমানের স্টারডাম তাদের জীবনে কোনো প্রভাব ফেলে না? উত্তরে তারা জানান, 'সালমান কখনও আমাদের কাছে স্টার নয়। সে আমাদের ভাই। ' সোহেল জানান, 'আমরা যখন ড্রিংক করতাম বাবা বলতেন, সালমান খান একজনই হতে পারে। আমি তিনজন সালমান খানের জন্ম দিতে পারব না। '

১৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে