মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬, ০৭:৫১:১০

ক্যাটরিনা ও আলিয়াদের পিছনে ফেললেন নিয়া শর্মা!

ক্যাটরিনা ও আলিয়াদের পিছনে ফেললেন নিয়া শর্মা!

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়াকে টপকে এশিয়ার সেরা আবেদনময়ী নারীর তকমা ছিনিয়ে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। একথা সকলেই জানেন। কিন্তু ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাটদের পিছনে ফেলে তিন নম্বরে কার নাম আছে জানেন কি?‌

জানলে চমকে উঠতেই হবে। কারণ তিন নম্বরে থাকা নিয়া শর্মা কোনও ফিল্ম তারকা নন। জনপ্রিয় টেলিভিশন মেগা সিরিয়াল ‘‌জামাই রাজা’‌ অভিনয় করতেন নিয়া। আর এক জনপ্রিয় কমেডি শো-‌তেও তিনি নিয়মিত মুখ। নিয়ার পরে চার নম্বরে রয়েছে আর এক টেলিভিশন তারকা ধ্রাষ্টি দামির নাম। পাঁচ নম্বরে রয়েছেন বলিউড তারকা আলিয়া ভাটের নাম। সাত নম্বরে আছেন ক্যাটরিনা কাইফ।‌ অষ্টম স্থানে সোনম কাপুর এবং নবম স্থানে রয়েছেন পাক অভিনেত্রী মাহিরা খান।

প্রতি বছর এশিয়ার ১০ ‘‌সেক্সি’‌ মহিলার একটি তালিকা প্রকাশ করে ব্রিটেনের ইস্টার্ন আই সংবাদপত্র। পাঠকের ভোটের ভিত্তিতে। এই প্রথম সেই তালিকায় জায়গা পেলেন দীপিকা। প্রিয়াঙ্কা চোপড়া অবশ্য চার বার এই শিরোপা পেয়েছেন।

১৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে