মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬, ০৮:৩৭:০২

আদর করে দীপিকাকে যে নামে ডাকেন রণবীর সিং!

আদর করে দীপিকাকে যে নামে ডাকেন রণবীর সিং!

বিনোদন ডেস্ক : প্রেম আছে, অথচ প্রেমিকার জন্য একটা আদুরে ডাক নাম নেই এমনটা কি হতে পারে? নিশ্চয়ই না। রণবীর সিং-‌দীপিকা পাড়ুকোনের প্রেমও এর ব্যতিক্রম নয়। আদর করে প্রেমিকা দীপিকা কী নামে ডাকেন রণবীর?‌

নেহা ধুপিয়ার টক শো ‘‌‌নো ফিল্টার নেহা’‌ তে অর্জুন জানালেন আদর করে দীপিকাকে ‘‌বুবু’‌ বলে ডাকেন রণবীর।  অর্জুন কাপুর সম্প্রতি এসেছিলেন নেহার শো–তে। বলিউডের অনেক খবর নিয়েই খোলামেলা আলোচনা করেন সঞ্চালিকার সঙ্গে। আলোচনার অনেকটা জুড়েই ছিল তার এবং রণবীর সিংয়ের বন্ধুত্ব।

বলি পাড়ায় এই দুই নায়কের অটুট বন্ধুত্বকে অনেকেই বাস্তবের জয়–বীরু বলে থাকেন। তারা নিজেরাও স্বীকার করেন এই গভীর বন্ধুত্বের কথা। সেই প্রসঙ্গেই নেহা অর্জুনকে প্রশ্ন করেন রণবীর এবং তার প্রেমিকা দীপিকার মধ্যে যে কোনও একজনকে বাছাই করতে হলে কাকে বাছবেন তিনি। নির্দ্বিধায় বন্ধু রণবীরের নাম বলেন অর্জুন।  

কিন্তু নিজেই স্বেচ্ছায় মন্তব্য করেন, রণবীরকে যদি এই পরিস্থিতিতে রাখা হয় তাহলে বন্ধুকে ছেড়ে ‘‌বুবু’কেই বেছে নেবেন। কিন্তু বুবু কে?‌ ‌বুবু আসলে দীপিকার আদরের নাম। তাকে এই নামেই ডাকেন প্রেমিক রণবীর। নো ফিল্টার নেহায় এই পর্বের সেরা পাওনা এই নতুন তথ্য, এমনটাই বলছেন সঞ্চালিকা নেহা ধুপিয়া। ‌‌আজকাল

১৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে