বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ০১:৩৮:০০

আট বছর পর কেন শাহরুখকে ধন্যবাদ দিলেন আনুশকা?

আট বছর পর কেন শাহরুখকে ধন্যবাদ দিলেন আনুশকা?

বিনোদন ডেস্ক: ডাউন মেমরি লেনে হাঁটলে আজ তিনি প্রথম যে মানুষটিকে ধন্যবাদ দিতে চান তাঁর নাম শাহরুখ খান। ২০০৮-এ শাহরুখের বিপরীতে ‘রব নে বনা দি জোড়ি’-র মাধ্যমেই বলিউডে ডেবিউ করেছিলেন।

গত সোমবার টুইটারে কিছু পুরনো ছবি শেয়ার করে শাহরুখ লেখেন, ‘রব নে বনা দি জোড়ির মেমরি। অনুষ্কা এবং ক্রিউয়ের বাকি লাভলি লেডিস আর ফুচকা…আমি ভুলতে পারব না। ’ উত্তরে অনুষ্কা লেখেন, ‘ধন্যবাদ মেমরি শেয়ার করার জন্য, আর অবশ্যই আমার বেস্ট কো-স্টার হওয়ার জন্য। ’ ডেবিউয়ের পর ‘যব তক হ্যায় জান’-এ শাহরুখের সঙ্গে কাজ করেছেন নায়িকা। সব কিছু ঠিক থাকলে ২০১৭-এর ১১ অগস্ট মুক্তি পাবে ইমতিয়াজ আলির পরিচালনায় এই জুটির তৃতীয় ছবি ‘দ্য রিং’। - আনন্দবাজার

১৪ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে