বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ১২:৩৭:০৬

নায়করাজকে নিয়ে গুজব, যা বললেন ছেলে সম্রাট

নায়করাজকে নিয়ে গুজব, যা বললেন ছেলে সম্রাট

বিনোদন ডেস্ক : সম্প্রতি অনলাইনে গুজব ছড়ানো হয় নায়করাজ রাজ্জাক মারা গেছেন। এ খবরকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন রাজ্জাক তনয় সম্রাট। তিনি বলেন, ‘বাবাকে নিয়ে কে বা কারা এ গুজব ছড়িয়েছে আমি জানি না। তবে তিনি ভালো আছেন এবং সুস্থ আছেন। গুজবে কান না দেয়ার জন্য সবাইকে অনুরোধ করব। যদি কখনও কিছু ঘটে তাহলে আমরা অবশ্যই সংবাদমাধ্যমকে জানাব।‘
 
তিনি বলেন, ‘বাবা আমাদের একার সম্পদ নন। তিনি দেশের, সবার। সবাই দোয়া করবেন, যাতে তিনি সুস্থভাবে আমাদের মাঝে বেঁচে থাকেন।‘
 
এ মুহূর্তে চিকিৎসকের নিয়ম মেনেই চলাফেরা করছেন রাজ্জাক। পরিবারের সদস্যদের সঙ্গেই সময় কাটে তার। পাশাপাশি বাইরেও বেড়াতে যান। -যুগান্তর।
১৪ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে