বিনোদন ডেস্ক : রণবীর সিং আর দীপিকা পাডুকোনের প্রেমের কথা কে না জানেন। অনস্ক্রিন হোক কিংবা অফস্ক্রিন, তাঁদের কেমিস্ট্রি অসাধারণ। ‘গোলিও কি রাসলীলা- রামলীলা’ এবং ‘বাজিরাও মস্তানি’-তে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি আমরা দেখেছি। এই জুটির ভক্তরা তো তাঁদের একসঙ্গে দীপ-বীর নামে ডাকেন। কিন্তু জানেন কি রণবীর সিং কী নামে ডাকেন তাঁর প্রিন্সেস দীপিকাকে?
রণবীর সিংয়ের এই গোপন রহস্যটা ফাঁস করলেন তাঁর বন্ধু অর্জুন কাপুর। তিনিই জানালেন দীপিকাকে কী নামে ডাকেন রণবীর। জানালেন, প্রেমিকা দীপিকাকে বুবু বলে ডাকেন রণবীর। আপনি যদি প্রেমিক হন আর রণবীর সিংয়ের ভক্ত হন, তাহলে কি এখন থেকে নিজের প্রেমিকাকেও বুবু বলে ডাকতে শুরু করবেন? -জি নিউজ।
১৪ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম