বিনোদন ডেস্ক: এই সময়ের সাড়া জাগানো হিন্দি সিরিয়াল ক্রাইম পেট্রলের জনপ্রিয় অভিনেতা কমলেশ পাণ্ডে আত্মহত্যা করেছেন।
তার পরিবারের সদস্যদের দাবি, শালিকার মেয়ের বিয়েতে দাওয়াত না পাওয়ায় এমন কাণ্ড করেছেন।
জানা গেছে, স্ত্রী এবং ছেলে-মেয়েকে নিয়ে জব্বলপুরের সঞ্জীবনী নগরে বড় শ্যালিকার বাড়িতে গিয়েছিলেন কমলেশ। সেখানে বড় শ্যালিকা আঞ্জনী চতুর্বেদীর সঙ্গে কমলেশের কথা কাটাকাটি হয়। কারণ আঞ্জনী সম্প্রতি তার বড় মেয়ের বিয়ে দিলেও কমলেশ এবং তার পরিবারকে নিমন্ত্রণ করেননি।
এক পর্যায় কমলেশ আচমকাই রাগে-ক্ষোভে উন্মত্ত হয়ে কোমর থেকে বন্দুক বের করে নেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
এর পরে শূন্যে গুলি চালিয়ে দোতলার একটি ঘরে ঢুকে পড়েন তিনি। পর মুহূর্তেই ওই ঘর লাগায়া বারান্দায় গিয়ে নিজের বুকে নাকি নিজেই গুলি চালিয়ে দেন কমলেশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
কমলেশের শ্যালিকার ছোটমেয়ে পুজা চতুর্বেদী জানিয়েছেন, কমলেশ আকন্ঠ মদ্যপান করে তাদের বাড়িতে এসেছিলেন। এমনকী, সে যে সঙ্গে করে রিভলবার নিয়ে এসেছে সেটাও কেউ বুঝতে পারেনি।
পুলিশ সূত্রে খবর, কমলেশের ব্যবহার করা রিভলবারটি বাজেয়াপ্ত করা হয়েছে।
হিন্দি টেলি সিরিয়ালের দুনিয়ায় অত্যন্ত পরিচিত মুখ কমলেশ পাণ্ডে। সনি টিভি, জি টিভি, স্টার প্লাসের একাধিক সিরিয়ালে অভিনেতা হিসেবে কাজ করছেন তিনি।
সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন ইন্ডিয়ার হিন্দি বিনোদন চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘ক্রাইম প্যাট্রল’-এ অভিনয় তাকে পরিচিতি এনে দিয়েছিল।
১৪ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস