বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ০৫:১৮:২৮

আবারো অস্কারের জন্য মনোনীত হলেন এ আর রহমান

আবারো অস্কারের জন্য মনোনীত হলেন এ আর রহমান

বিনোদন ডেস্ক : আবারো অস্কারের জন্য মনোনীত হলেন ভারতের বিখ্যাত গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমান। পেলে: বার্থ অফ আ লেজেন্ড তথ্যচিত্রে অরিজিনাল স্কোরের জন্য তিনি ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছেন। খবর জিনিউজের।

২০০৯ সালে দু’টি অস্কার পেয়েছিলেন এ আর রহমান। স্লামডগ মিলিওনেয়ার ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর ও “জয় হো” গানের জন্য অস্কার পেয়েছিলেন তিনি। এখন তার ঝুলিতে ১৪৫টি স্কোর আছে। তার মধ্যে পেলে তথ্যচিত্রের ব্যাকগ্রাউন্ড স্কোরও আছে।

এই বায়োগ্রাফিকাল ফিল্ম (পেলে: বার্থ অফ আ লেজেন্ড)-এর গিঙ্গা গানের জন্য তিনি প্রশংসিত হয়েছেন। সেটি এবার অস্কারে যাচ্ছে। অরিজিনাল সং ক্যাটেগরিতে ৯১টি গানের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে রহমানের এই গানটিও।

২৪ জানুয়ারি ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সম্পূর্ণ তালিকা প্রকাশিত হবে। ২৬ ফেব্রুয়ারি হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ২০১৭-র অস্কার সেরেমনি।

পেলের তথ্যচিত্র ও স্লামডগ মিলিওনেয়ার ছাড়া আরও কয়েকটি হলিউড ছবিতে কাজ করেছেন রহমান। এর মধ্যে আছে মিলিয়ন ডলার আর্ম ও দা হান্ড্রেড-ফুট জার্নি। ২০১১ সালে ৮৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে তিনি ১২৭ আওয়ার্স ছবির অরিজিনাল স্কোর ও ইফ আই রাইজে গানের জন্য মনোনীত হয়েছিলেন।

১৪ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে