বিনোদন ডেস্ক : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢাকায় ছবির একসময়ের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তবে এবার আর শাকিব খান নয় অন্য ছেলেকেই জীবনসঙ্গি হিসেবে গ্রহণ করছেন তন্ময় বিশ্বাস।
তন্ময় বিশ্বাস যশোরের ছেলে। তিনি পেশায় এজজন আইটি বিশেষজ্ঞ। স্বনামধন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানে আইটি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। এমনই এক চমকপ্রদ খবর জানালেন ‘সত্তা’ চলচ্চিত্রের চরিত্রাভিনেতা জিতু নোটা। তিনি অপুর হবু স্বামী তন্ময়ের বন্ধু বলেও জানা গেছে।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে জিতু নিজের ফেসবুক ওয়ালে তন্ময় ও অপুর ছবি পোস্ট দিয়ে ক্যাপশন স্ট্যাটাসে লেখেন, ‘শাকিব খান নয়, তন্ময় বিশ্বাসকে বিয়ে করছেন অপু বিশ্বাস। আজ রাতে ঢাকার একটি হোটেলে দুই পরিবার একসঙ্গে তাদের বিয়েতে থাকবেন বলে জানান অপু।’
তবে সেই ফেসবুক পোস্টটি জিতু কিছুক্ষণ পরে আবার মুছে ফেলে! অপুর সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় এই খবরে সত্যতা যাচাই করাও সম্ভব হয়নি।
১৪ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস