বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ০৮:১৪:২৪

মামলা দায়ের কমেডিয়ান কপিল শর্মার বিরুদ্ধে

মামলা দায়ের কমেডিয়ান কপিল শর্মার বিরুদ্ধে

বিনোদন ডেস্ক: কমেডি কিং কপিল শর্মার বিরুদ্ধে এবার মামলা দায়ের করা হল। পরিবেশ দূষণের অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে এই মামলা করা হল। তিনি জঙ্গল নষ্ট করেছেন বলে অভিযোগ উঠেছে।

এটাই প্রথম নয়, এর আগেও একই রকমভাবে একাধিক ইস্যুতে তাঁর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয়। এবার মুম্বইয়ের ভারশোভা এলাকায় ম্যানগ্রুভের জঙ্গল নষ্ট করার অভিযোগ উঠেছে এই স্টার কমেডিয়ানের বিরুদ্ধে।

এর আগে এই ইস্যুতে BMC-র পক্ষ থেকে কপিল শর্মা ও অভিনেতা ইরফান খানের বিরুদ্ধে আইনী নোটিস পাঠায়। সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে পাল্টা মামলা দায়ের করেন কপিল শর্মা ও ইরফান খান।-জিনিউজ
১৪ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে